Bank Job Preparation

 আসন্ন ব্যাংক পরীক্ষার  প্রস্তুতি:

১. আইবিএ, আর্টস ফ্যাকাল্টির সকল বিগত পড়ে ফেলুন

২. এফবিএস ফ্যাকাল্টির সকল বিগত পড়ে ফেলুন। 

৩. জিম্যাট এর সিলেক্টেড চ্যাপ্টার এর ম্যাথ সময় নিয়ে নোট আকারে করে ফেলুন। 

৪. জব সল্যুশনের ২০১০-২০২৪ এর সকল বাংলা, কম্পিউটার এবং ইংরেজি অবশ্যই শেষ করবেন এবং যে সকল প্রশ্নন ভুলে যাওয়ার চান্স আছে, সেগুলো এককথায় সিরিয়ালি লিখে রাখবেন।

৫. ২০০১-২০২৪ এর সকল বিগত পরীক্ষার রিটেন ম্যাথ।

৬. বিষয়ভিত্তিক বা পূর্নাঙ্গ মডেল টেস্ট বাসায় বা কোচিং এ বসে দিবেন। 

৭. যেসকল বিষয় বা টপিক বুঝেন না, বা জানেন না, সেগুলো ইউটিউব বা ভালো মেন্টর বা যেভাবেই পারেন শিখে ফেলুন। 

৮. একদম টপিক ধরে ধরে নোট করুন, যেটা বেশি কঠিন লাগে সেটা এই গ্রুপে পোস্ট করুন, খাতায় লিখে রাখুন, বইয়ে দাগিয়ে রাখুন। 

৯. ইংরেজি/বাংলা অনুবাদ নিজে নিজে পত্রিকা থেকে অনুশীলন  করুন। 

১০. ফোকাস রাইটিং প্রতিদিন নোট করুন। গুরুত্বপূর্ণ তথ্য টেবিল আকারে লিখু রাখুন।

১১. প্রতিদিন ৮-১০ ঘন্টা পড়ুন।

১২.কম্পিউটার এর জন্য যেকোন একটা বইয়ের সাথে এক্সামভেদার পার্ট ১ খেয়ে ফেলুন।

১৩. ইংরেজি মাস্টার বা প্রফেসর  বই থেকে সিলেক্টেড টপিক পড়ুন।

১৪.বদঅভ্যাস গুলো যেমনঃ বেশি ঘুমানো, বেশি আড্ডা,  বেশি স্বজনপ্রীতি, আলসেমি, বেশি ফেসবুকিং এইসব বাদ দিয়ে দিন।


আমরা ৩টি কারনে পারিনাঃ 

১. অপ্রয়োজনীয়  কিছু বেশি পড়ি

২. একদম পড়িনা 

৩. নিয়মিত পড়িনা

ধন্যবাদ।।

Post a Comment (0)
Previous Post Next Post