সাম্প্রতিক সাধারণ জ্ঞান

দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রীসভার সদস্যবৃন্দঃ

◾মোট সদস্যঃ ৪৪ জন।

◾পূর্ণমন্ত্রীঃ ২৬ জন (প্রধানমন্ত্রীসহ)।

◾প্রতিমন্ত্রীঃ ১১ জন + ৭ জন (নতুন)= ১৮ জন।

 নতুন ৭ জন প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়সমুহঃ

১। শহীদুজ্জামান সরকার→ পরিকল্পনা মন্ত্রণালয়

২। আবদুল ওয়াদুদ→ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 

৩। নজরুল ইসলাম চৌধুরী→  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

৪। রোকেয়া সুলতানা→ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

৫। শামসুন নাহার→ শিক্ষা মন্ত্রণালয়। 

৬। ওয়াসিকা আয়শা খান→ অর্থ মন্ত্রণালয়।

৭। নাহিদ ইজাহার→ সংস্কৃতি মন্ত্রণালয়। 

 পূনর্বন্টনকৃত প্রধানমন্ত্রীর অধীনস্হ ৪টি দপ্তরঃ

১। মন্ত্রিপরিষদ বিভাগ,

২। প্রতিরক্ষা মন্ত্রণালয়,

৩। সশস্ত্র বাহিনী বিভাগ,

৪। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী– 'ওয়াসিকা আয়শা খান'।

Post a Comment (0)
Previous Post Next Post