আসন্ন ব্যাংক, বিসিএসসহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এক পলক চোখ বুলিয়ে নিন। সামনে পরীক্ষা আর পরীক্ষা। একনজরে হাই ভোল্টেজ কিছু সাম্প্রতিক জিকে:
পারমাণবিক বিদ্যুতে ৩৩ তম
মেট্রোরেলে ৩৬ তম (এশিয়াতে ২২তম)
সাবমেরিনে ৪১ তম
স্যাটেলাইটে ৫৭ তম দেশ
বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?-১১৫৩
পদ্মা সেতুর ডিজাইনকারী প্রতিষ্ঠানের নাম কি? -AECOM.
লোগো ডিজাইনারঃ
মুজিববর্ষের লোগো ডিজাইনার- সব্যসাচী হাজরা।
শাহজালাল বিমানবন্দর ৩য় টার্মিনালের ডিজাইনার- রোহানি বাহরিন ( সিঙ্গাপুর)
কক্সবাজারের রেল স্টেশন ডিজাইনার- মোহাম্মদ ফয়েজ উল্লাহ (বুয়েট)
মেট্রোরেল লোগো ডিজাইনার - আলী আহসান নিশান (ঢাবি)
অধরা সাংস্কৃতিক ঐতিহ্য (ICH) -৫টি
সর্বশেষ: ঢাকার রিকশা ও রিকশাচিত্র। স্বীকৃতি প্রদান তারিখ: ৬ ডিসেম্বর ২০২৩
স্থলবন্দর- ২৪টি
দেশের সর্বশেষ (২৪তম) স্থলবন্দর— ভোলাগঞ্জ স্থলবন্দর (কোম্পানিগঞ্জ, সিলেট)।
গ্যাসক্ষেত্র -২৯টি
ইলিশা-১ ( ভোলা)। সন্ধানের তারিখ: ২৮ এপ্রিল ২০২৩
নদী বন্দরের সংখ্যা -৪৩টি
সর্বশেষ: পাবনা জেলার নাজিরগঞ্জ। তারিখ: ৭ মার্চ'২৩
রেলওয়ে নেটওয়ার্কের জেলা -৪৮টি। সর্বশেষ: কক্সবাজার জেলা। যুক্ত হওয়ার তারিখ: ১১ নভেম্বর'২৩
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী -৫০টি।
বৃহত্তম: চাকমা, ক্ষুদ্রতম: ভিল
দেশের ৩১ তম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?- জামালপুরের নকশীকাঁথা।
বঙ্গবন্ধু টানেলের ভূমিকম্প সহনীয় মাত্রা কত?- ৭.৫
বঙ্গবন্ধু কত তম ব্যক্তি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ডক্টর অফ লজ' উপাধি পেয়েছেন?- ৫৩ তম।
বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল তৈরি করতে কোন দেশ সহায়তা করে?- চীন।
মারমা উপজাতিরা গ্রামকে কি বলে ডাকে?-- রোয়া।
দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়?-- চট্টগ্রাম।
কোন ব্যাংক সর্বপ্রথম কিউক্যাশ/রেডিক্যাশ কার্ড চালু করে?-- জনতা ব্যাংক।
নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?-- মেঘনা।
বাংলাদেশের অর্থনীতিকে মোট কতটি ভাগে ভাগ করা হয়েছে?-- ১৯ টি
বাংলাদেশে সর্বপ্রথম কবে ভোটার তালিকা প্রণয়ন করা হয়?-- ৩০ জানুয়ারি, ১৯৭৩।
বাংলাদেশের প্রথম কৃষিশুমারি কত সালে অনুষ্ঠিত হয়?-- ১৯৭৭ সালে।
পাবলিক বিশ্ববিদ্যালয় -৫৫টি সর্বশেষ: মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর।
দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা -১৫৩টি।
দেশের ১ম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত- কাপ্তাই, রাঙামাটি।
দেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত- কক্সবাজার।