Different types of sentences: Simple, Complex, Compound: Simple rules

প্রসঙ্গঃ Simple,complex and compound.

It is easy for some one who is adept in basic grammar.Moreover, It is hard to understand which delivery will come to next !

আমরা তো জানি Structurally sentence ৩ প্রকার।

1. Simple sentence: Simple sentence এর একটি Subject এবং একটি Finite verb থাকবে।Finite verb এর সংজ্ঞা তো জানিই মনে হয়।

Example1: He has done well in the examination.

Example2: Because of his illness, he could not go to school.

দ্বিতীয় বাক্যে কিন্তু একটি Subject এবং একটি Finite verb আছে।

Subject "He" এবং "Go" Finite verb. যেহেতু ১ম অংশে কোন Subject এবং Verb নেই তাহলে তো নিশ্চয়ই এটা Clause না কারন প্রত্যেক

Clause এর একটি Subject এবং Verb থাকে। আর তা না হলে ১ম অংশটুকু অবশ্যই " Phrase" কারন A group of words which at least makes a sense, is called Phrase.

Complex: যে Sentence এ একটি Principle clause এবং একাধিক Sub-ordinate Clause থাকে তাকে Complex Sentence বলে।

যেমনঃ Although he is rich, He is honest.

চেনার উপায়ঃ Sub-ordinate Clause এর শুরুতে If, Although,As, since, so that, that, until, till, unless, who,which ইত্যাদি থাকবে।

Compound sentence: যদি কোন Sentence এ একাধিক Principle clause and, but, or, yet, and, so, therefore এই ধরনের Co-ordinating conjunction দ্বারা যুক্ত হয় তাকে Compound sentence বলে।

যেমনঃ Read or you will fail.


Post a Comment (0)
Previous Post Next Post