সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪: Combined Bank Preliminary Syllabus

২০২১ সাল ভিত্তিক অফিসার (জেনারেল)নিয়োগ পরীক্ষা সময়: ৮ মার্চ সকাল ১০-১১ টা, যার পদ সংখ্যা ২৭৭৫ টি। প্রিলি পাস করাবে প্রায় ২৫০০০। ভাইভায় ডাকবে ১০০০০।

ব্যাংকে চাকরি পাওয়ার জন্য এর চেয়ে বড় সুযোগ খুব কম পাবেন। সুতরাং কয়েকটা দিনে নিজেকে রাখুন প্রিলির ব্যস্ততায়।

অনেকেই সারা বছর প্রচুর পড়াশোনা করেও পরীক্ষার শেষ মূহুর্তে খেই হারিয়ে ফেলে। ফলে ব্যাংক প্রিলি পাশ অধরা থেকে যায়। কেবল সঠিক গাইডলাইন ও নিয়মমাফিক সিলেবাসই পারে সহজে ব্যাংকার হওয়ার স্বপ্নপূরণ।


কেমন হবে আপনার গণিত প্রস্তুতি:


এমসিকিউ বা লিখিত পরীক্ষা যাই হোক না কেন আপনার পরীক্ষায় টেকার জন্য পার্থক্য গড়ে দিবে গনিত। বর্তমান সমসাময়িক পরীক্ষাগুলো প্রায় ৮০ প্রশ্নের মধ্যে ২০-২৫ টি প্রশ্নই হয়ে থাকে অংক।

তাই আপনি পরীক্ষার আগে-

Number, Profit -Loss, percentage, pipe & cistern, Boat & Stream, Train,partnership, Geometry & Mensuration, Probability চ্যাপ্টাগুলোর দেখুন।

যদি সময় না পান তাহলে বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান করুন। 


ইংরেজির ভীতি দূর করতে হবে:

ব্যাংক/বিসিএস বা অন্য যেকোন পরীক্ষায় ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ তা আপনি কয়েকটি পরীক্ষা দিলেই অনুধাবন করতে পারবেন। আপনি যদি ইংরেজিতে দক্ষ হন তাহলে এমসিকিউ বা লিখিত পরীক্ষায় আপনি অন্যদের চেয়ে বহুগুণে এগিয়ে থাকবেন। এ বিষয়ে আপনাকে ভালো করতে হলে প্রথমে অবশ্যই ভোকাবুলারি নখদর্পনে রাখতে হবে।

  • Synonyms and Antonyms
  •  GRE ৩৩৩ টি Root Word
  •  Idioms and Phrase 
  • Spelling, One Word substitution 
  • Uses of words and various part of speech 

এগুলো অবশ্যই যেকোনো ভালো মানের বই থেকে পড়ুন। 


ঢিলা দেয়া যাবে না কম্পিউটার বিষয়ে:

কম্পিউটার: বর্তমানে ব্যাংক ও বিসিএস পরীক্ষায় কম্পিউটারকে আব্যশিক বিষয় হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে। এ বিষয়ে মার্ক তোলা অন্যান্য বিষয় হতে সহজ বলে আমি মনে করি। আপনি যদি এই বিষয়ের প্রতি একটু মনোযোগী হন তাহলে ফুল মার্ক না পেলেও ১০ এর মধ্যে ৭/৮ পেয়ে যাবেন। বর্তমানে ব্যাংক পরীক্ষাগুলো বিভিন্ন ওয়েবসাইট হতে কপি করে সরাসরি প্রশ্নদি য়ে থাকে। যেমন ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংক এর AD ও অফিসার এর ১০ টি প্রশ্ন IndiaBix হতে তুলে দেওয়া হয়েছিল। তাই বিভিন্ন ওয়েবসাইট হতে প্রশ্ন বিশেষ করে IndiaBix, Examveda হতে প্রশ্নগুলো অবশ্যই পড়বেন। 

সাধারণ জ্ঞানে হতে হবে অসাধারণ:

সাধারণ জ্ঞান বিষয়টি সাধারণ হলেও এর পরিধি ব্যাপক। প্রতিনিয়তই এর পরিধি বাড়ছে। তাই এই বিষয়ের প্রতি আপনাকে খুব বুঝে শুনে পা বাড়াতে হবে। তবে ব্যাংকের পরীক্ষাগুলোতে সাধারণ জ্ঞানের কিছু অধ্যায় হতে প্রশ্ন থাকেই 

  1. অর্থনৈতিক সমীক্ষা 
  2. বাজেট
  3. ব্যাংকের কাজ,সংখ্যা, বিশেষিত ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকের কাজ, বিশ্বের কেন্দ্রীয় নাম। 
  4. বিভিন্ন রেগুলেটরি ইন্সটিটিউট 
  5. খেলারধুলা, পুরস্কার, দিবস ও বর্ষ 
  6. বিভিন্ন অর্থনৈতিক সংগঠন যেমন-
  7. World Bank, IMF,IDB, BIMSTEC,D-8,
  8. APEC, BRICS, OPEC ETC
  9. আঞ্চলিক জোট যেমন
  10. ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, আরব লীগ 
  11. Currency, Sea Port, বিমান সংস্থা, 
  12. জাতি সংঘ 
  13. বাংলাদেশের মুক্তি যুদ্ধ, সংবিধান 
  14. সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক

Post a Comment (0)
Previous Post Next Post