BAPEX বাপেক্স এর অধীনে বিভিন্ন গ্যাসফিল্ড পরীক্ষার নিয়োগ হয়। প্রতিবছর গ্যাসফিল্ডের সার্কুলার দেয়া হয়। গ্যাসের চাকুরিগুলো অবশ্যই একটু বেশি লোভনীয় চাকুরী, কেননা বছর শেষে প্রফিট শেয়ারের বিষয়টা অন্যান্য চাকরি থেকে এই চাকরিটাকে বেশি আকর্ষণীয় করে তুলছে।
তাছাড়া একটা এক / দেড় ঘণ্টার MCQ বা MCQ+Written একসাথে এক্সাম নিয়ে সরাসরি ভাইভা, মানে খুব স্বল্প সময়ে এইগুলার নিয়োগ হয়ে যায়।
গ্যাস ফিল্ড এবং গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলায় যাদের টার্গেট তাদের জন্য আজকের আর্টিকেল।
আজকে লিখব জেনারেল পোস্টের জন্য কীভাবে প্রস্তুতি নিবেন.....
প্রশ্ন থাকতে পারে ৩ ধরনের....
- এক ঘণ্টার শুধু MCQ ( তিতাসের মত)
- এক ঘণ্টায় MCQ+ Written ( জালালাবাদ এর মত)
- এক ঘণ্টার MCQ + ৩০ মিনিটের রিটেন ( পশ্চিমাঞ্চল এর মত)
সামনে আরো কিছু এক্সাম আসতেছে, তাই MCQ + Written এর প্রিপারেশন নিয়ে গেলে Risk free থাকবেন।
বেশিরভাগই এইগুলার প্রশ্ন IBA করে তাই IBA এর একটা প্রশ্ন ব্যাংক কিনে নিলে বুঝে যাবেন তারা কেমন প্রশ্ন করে।
আমি আপনাদের একটু ধারণা দেয়ার চেষ্টা করি MCQ নিয়ে। Gas field exam question 2024
https://www.youtube.com/watch?v=yfD10Ml_5s0
বাংলা:
IBA এর বাংলাতে মুখস্থবিদ্যা থেকে মোটামুটি ৪০-৫০% মার্কস থাকে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ,বাগধারা, এক কথায় প্রকাশ ভালো করে দেখে যেতে হবে। ৯ম-১০ম শ্রেণীর বাংলা ২য় পত্র বই তো বাংলা ব্যাকরণ এর জন্য অটো চয়েজ আর কিছু প্রধান প্রধান কবি-সাহিত্যিকের সাহিত্যগুলা দেখে যেতে হবে.... যারা BCS এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই পার্টটা এতো কঠিন কিছু না।
Titas gas exam question pattern/Baakhrabad gas exam question
English:
IBA Vocabulary based প্রশ্ন করে বেশি, তাই এই পার্টে Vocabulary এর উপর দক্ষতা থাকা জরুরী. Group verb, preposition, spelling. আর গ্রামারের ক্ষেত্রে Subjects verb agreement, right form of verb আর pin pointing error টাইপ প্রশ্ন দেয়। ব্যাংক বা বিসিএস এর জন্য গ্রামের পার্টে যে যেভাবে প্রিপারেশন নিচ্ছেন ঐভাবেই এগিয়ে যান।
ম্যাথ:
ম্যাথের জন্য যেকোন একটি বই থেকে কিছু সিলেক্টেড টপিকের ম্যাথ করতে পারেন। সাথে আইবিএ এর বিগত রিটেন ম্যাথ পড়তে হবে।
সাধারণ জ্ঞান:
সাধারণ জ্ঞানের জন্য bcs এর প্রিভিয়াস প্রশ্ন আর সাম্প্রতিক তথ্যের উপর জোর দিতে হবে।
ICT:
ICT এর জন্য bcs+ bank এর মত প্রিপারেশন নিতে হবে। Examveda Website টা এই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে আর সাথে BCS এর ICT যেইভাবে পড়তেছেন, ওভাবে পড়বেন।
এইবার যদি রিটেন নিয়ে বলি:
- Focus writing - যা সমসাময়িক বিষয় নিয়েই থাকে সাধারণত। যেমন, Covid, 50 years of independence, LDC, Mega projects, Delta plan, vision 2041 etc.
- কোন একটা স্টেটমেন্ট দিয়ে সেটার উপর আপনার মতামত জানতে চাইতে পারে। আপনি এইটার পক্ষে বা বিপক্ষে থাকলে যুক্তি দিয়ে লিখে আসবেন।
- রিটেন ম্যাথের জন্য প্রিলির পার্টের বই পড়লেই এনাফ হবে।
- ট্রান্সেলশন থাকতে পারে কিংবা সাধারণ জ্ঞানের কিছু শর্ট প্রশ্ন।
পরিশেষে বলতে চাই কোন কিছু না ভেবে জাস্ট পড়ার টেবিলে বসে যান। আলসেমি আপনার বেকারত্বকে শুধু দীর্ঘায়তই করবে। আপনার জন্য শুভকামনা রইল। যেকোন জিজ্ঞাসা কমেন্ট বক্সে করতে পারেন।