ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ইসলামী ব্যাংক পিএলসি
আর্টিকেলের নিচে পাবেন ফিল্ড অফিসার নিয়োগ-২০২৪ এর বিস্তারিত।
আবেদন চলছে:
পদ সমূহঃ ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার (জেনারেল) ও ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)।
আবেদন শেষঃ ১০/০৩/২০২৪ ।
আবেদন লিংকঃ https://career.islamibankbd.com/career.phpএই পরীক্ষা FBS নিবে। গত বারের পরীক্ষাও FBS নিয়েছিল। তাই সময় নষ্ট না করে এই বই থেকে বিগত FBS এর সকল প্রিলি প্রশ্ন ২/৩ বার পড়ুন।
সাথে বিগত সকল ইসলামী ব্যাংকের প্রশ্নপত্র সমাধান করুন। বইটি সকল ইসলামী রিলেটেড ব্যাংক জবের জন্য আলাদা প্যাটার্ন লেখা হয়েছে।
এমসিকিউতে ২৫ নম্বরের উপরে না পেলে রিটেন খাতা দেখবে না। এমসিকিউ+ রিটেন উভয়তে ৬৫-৭০ নম্বর পেলে আপনার জব নিশ্চিত ইনশাআল্লাহ
শুরুতেই One Plus Publication এর Bank Recruitment Guide Vol-II কিনে বিগত FBS এর সব এমসিকিউ + বিগত সকল ইসলামিক ব্যাংকের সমাধান মুখস্থ করে ফেলুন।
দেখা গেছে ইংরেজি বা ম্যাথ এমসিকিউ বেশ রিপিট হয়। বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক লাইন বাই লাইন পড়ুন। FBS ইংরেজি থেকে Synonym, Antonym, Misspell word, One word substitution, Analogy, Pin point error, Fill in the blanks with two sentence বেশি দিয়ে থাকে। তাই এসব অধ্যায়ের বেশি বেশি করে জোর দিন। Vocabulary বেইসড ভালো প্রস্তুতি নিন।
Vocabulary এর জন্য Pak mcq ওয়েবসাইটি দেখুন। সাথে বাজারে সাড়া সাজানো Competitive Exams Vocabulary বইটি পড়ুন।

গণিতে জন্য Profit and Loss, Time and Distance, Time and Work, Pipes and Cisterns, Average, Problem of ages, Problem of trains, Ratio, Boat and Streams, Permutation and Combination, Algebra, Mensuration এসব অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথ ভালো করে অনুশীলন করুন।
বাংলা আসার চান্স খুবই কম। শুধু বিগত সব প্রশ্ন পড়ে নিন।
খুবই গুরুত্বপূর্ণ পার্ট জিকে। এই অংশ থেকে এমসিকিউ ও রিটেন উভয় পার্ট থেকে প্রশ্ন হয়। যাদের বিসিএস কেন্দ্রিক জিকের প্রস্তুতি আছে তারা বেশ এগিয়ে থাকবেন। বর্তমান চলমান ইস্যু, বিপিএল, নির্বাচনসহ বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু, সদর দপ্তর, শেয়ার বাজার, মুদ্রানীতি, বাজেট, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রেট, খেলাধুলা, বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার, সরকারের বিভিন্ন পদবী অর্জন, সরকারের মেগা প্রজেক্ট ও উন্নয়ন ইত্যাদি নোট করে পড়ে নিবেন।
লিখিত ম্যাথের জন্য প্রিলির টপিক যথেষ্ঠ। তবে আপনাকে অবশ্যই বিগত FBS নেয়া সব রিটেন ম্যাথ সমাধান কমপক্ষে ৩ বার অনুশীলন করতেই হবে। বাজারে FBS রিটেন ম্যাথ সবচেয়ে বেশি আছে ইউসুফ আলী ভাইয়ের A Complete Faculty Based Bank written Math বইতে। তাই বইটি না থাকলে কিনে আজ থেকে অনুশীলন শুরু করুন। প্রসঙ্গত, বইটিতে এযাবৎকালের সকল ফ্যাকাল্টির নেয়া রিটেন ম্যাথের সাথে বিসিএস বিগত সব ও নবম-দশম শ্রেণির বইয়ের ম্যাথও দেয়া আছে।
আপডেট ফোকাস রাইটিং থাকবে। সাথে ট্রান্সলেশন বা বিজনেস লেটার থাকতে পারে। এসব অনুশীলন করে যাবেন।ওভার অল ১.৫ ঘণ্টায় আপনাকে নির্ভুল লেখার সাথে সাথে পূর্ণাঙ্গ উত্তর করতে হবে। ইনশাআল্লাহ আপনি পারবেন।
আরো পড়ুন....
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফিল্ড অফিসার নিয়োগ:
আপাদমস্তক সমাচার।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফিল্ড অফিসার ২০২৪ এর নিয়োগে ১২০-১৫০ জন নিয়োগ দিবে। সারা বাংলাদেশ থেকে নিয়োগ দেয়া হবে।
জবটি কেমন এবং কারা আবেদন করবেন:
প্রথমে বলে রাখছি এটি একটি এনজিও টাইপ জব। অফিসারকে সকাল ১০টার মধ্যে তার নিকটবর্তী কেন্দ্রে গিয়ে কিস্তি কালেকশন করতে হবে এবং দুপুর ১টা থেকে ২টার মধ্যে শাখায় এসে তা সর্টিং করে পোস্টিং করতে হবে, এবং বিকেলে ক্যাশ কাউন্টারে উক্ত টাকা জমা দিতে হবে। পোস্টিং যদি কোন উপজেলা বা গ্রামে হয় তাহলে সকাল ৯টায় কেন্দ্রে যেতে হবে। শহরাঞ্চে সাধারণত ১০টায় গেলে হয়, কারণ শহরে মানুষ একটু দেরীতে ঘুম থেকে উঠে।
সুযোগসুবিধা কেমন:
বাংলাদেশের গ্রামীণ, ব্রাক, আশা বা অন্যান্য এনজিওর তুলনায় এই জবটি হাজারগুণ ভালো। আপনি জবটিতে শতভাগ নিশ্চয়তা পাবেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আরডিএস নামক এই কার্যক্রম সারা বাংলাদেশে প্রথম স্থানে রয়েছে, তাদের বিনিয়োগ ও বেনিফিসিয়ারি বাংলাদেশের অন্যান্য মাইক্রোক্রেডিট অর্গানাইজেশন এর চেয়ে অনেকগুণ বেশি।
অন্যান্য সুবিধাদি:
আরডিএস এর বেতন কাঠামো ও মেইনস্ট্রিমের বেতন কাঠামো সম্পূর্ণ আলাদা। তবে অন্যন্য সুবিধা একই রকম। দুই ঈদে বেসিকের সমান ঈদ বোনাস, বছরে ব্যাংকের দেয়া ইনসেন্টিভ ও বেসিকের ২০% বৈশাখী ভাতা দেয়া হয়। এছাড়াও কেউ যদি মোটর সাইকেল ব্যাবহার করেন, তাকে প্রতিমাসে ২৫০০ টাকা দেয়া হয়।
কি কি পড়বেন?
পরীক্ষা এমসিকিউ হয়। ৩য় ও ৪র্থ শ্রেণির জব টাইপস প্রশ্ন হয়। বিগত সব প্রশ্ন পড়ে যান, অনেক রিপিট হয়। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়। তবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আরডিএস সম্পর্কে সকল তথ্যাদি জেনে যাবেন।
অন্য কোন তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
সবার জন্য শুভকামনা রইল।
মাস্টার্স সহ চাইছে কি?
ReplyDeleteজেনারেলে মাস্টাস সহ স্নাতক ও ক্যাশে শুধু অনার্স
DeleteAssalamu alaikum... Degree complete mss running.. Hobe?
ReplyDeleteক্যাশে আবেদন করতে পারবেন
DeleteSir, engineering hons takli officer apply kortah parbhi likcha but apply form master mandatory keno ?
Deleteকয়কদিন পর আবার চেষ্টা করুন। অথবা শুধু ক্যাশে আবেদন করুন
DeleteSir...kindly inform that I've no much money for buying more books...plz kindly suggest me...which book i will be bought and get benefits for this bank exm...plz...sir...
ReplyDeleteYou may buy Bank Recruitment Guide -Vol-II
DeleteIslamic kiki topics theke question hoy Kon boi a pawa jabe
ReplyDeleteআপনি One Plus Publication এর Bank Recriuitment Guide - Vol-II বইটি পড়ুন। বইটিতে বিগত সকল ইসলামিক ব্যাংকের পরীক্ষার সমাধান দেয়া আছে
DeleteField officer er last year's question kothay pawa jabe
ReplyDeleteআপনি One Plus Publication এর Bank Recriuitment Guide - Vol-II বইটি পড়ুন। বইটিতে বিগত সকল ইসলামিক ব্যাংকের পরীক্ষার সমাধান দেয়া আছে
Deleteআমি আগে কখনো এপ্লাই করি নাই ইসলামী ব্যাংকে একটু প্রসেসটা বলবেন প্লিজ।
ReplyDeleteএপ্লাইয়ের জন্য apply now থেকে করবো? নাকি for existing candidate থেকে করবো?
for existing candidate বলতে কি বুঝানো হয়েছে?
Bangladesh bank এর তো payment system রকেট এইটা নোটিশে বলা ছিল।ইসলামী ব্যাংকেট কি রকম বুঝতেছি না
pls help
আপনি Apply now থেকে শুরু করবেন
Deleteআপনি Apply now থেকে শুরু করবেন
Deleteধন্যাবাদ স্যার।
Deletepayment system টা কিভাবে করবো স্যার? Islami Bank এ Draft এর মাধ্যমে?
আবেদন সম্পূর্ণ ফ্রি। আপনি পোস্টের উপরে দেয়া লিংকে প্রবেশ করে যাবতীয় তথ্য পূরণ করে খুব সহজেই আবেদন করতে পারবেন
ReplyDeletethank you so much sir
Deletewelcome
Deleteক্যাশ অফিসারের জন্য অনার্সের Provisional certificate allow হবে? নাকি main certificate scan করতে হবে?
ReplyDeleteprovisional certificate hole colbe
Delete