১৯ তম শিক্ষক নিবন্ধন : প্রস্তুতি ও গাইডলাইন

১৯ তম শিক্ষক নিবন্ধন, প্রস্তুতি নিবেন যেভাবে। সঠিক প্রস্তুতি আপনার প্রিলি পাশ নিশ্চিত করবে। 

  1.  ৪০ মার্ক পাশ মার্ক হলেও আপনি সর্বোচ্চ ভালো করার চেষ্টা করবেন। বলেছি ৬০/৭০ টা পারলে পাকনামি করে ৪০ টা দাগিয়ে আসবেন না। কারণ মনের অজান্তে ১/২ টা হলে ভুল হতে পারে। তাই যা পারবেন তাই দাগাবেন।ভাব নেওয়ার দরকার নাই।
  2.  প্রথমে ম্যাথ বাদে আপনার অন্য পছন্দের বিষয় দিয়ে শুরু করবেন
  3.  বৃত্ত ভরাট রোল নং সেট কোড ভালো করে পূরণ করবেন।
  4.  একাধিক কালো কলম নিবেন।জেল পেন বা লাল নীল চলবেনা।
  5.  ম্যাথ রাফ প্রশ্নেই করবেন। একদম না পারলে শেষে এডমিটের উল্টা পাশে। তবে মাঝে মাঝে অনেক হলে ঝামেলা করে।
  6. সাম্প্রতিক তথ্যসহ, অর্থনৈতিক সমীক্ষা, কারেন্টরেন্ট অ্যাফিয়ার্স।
  7. হলে কাউকে জিঙ্গেস করবেন না। তাতে আপনার মাথা আর কাজ করবে না।
  8. MCQ তে অনেক সময় ডাইরেক্ট উত্তর না পারলে বাকি অপশন কেটে কেটে Ans করবেন।
  9. যারা একদম দুর্বল কিছুইই পারেন না, তারা অন্তত ৩০-৩৫ টা এমনিতেই কমন পাবেন। বাকি গুলোলো চিন্তা ভাবনা করে দাগাবেন ৭০/৭৫ টা।। Negative Mark কম। সুতরা টেনশন নাই। তবে আপনি যদি ৪০/৪৫ ১০০% শিউর পারেন।তাহলে ৬/৮ টা রিস্ক নিবেন বেশি না। কারণ পাশ মার্কের কাছেই আছেন।

আসল কথা,কোন প্রশ্ন না পারলে ভাববেন বাকি আরো প্রশ্ন আছে। বিশ্বাস করেন,বাংলাদেশের সবচেয়ে সহজ পরীক্ষা।  কারণ ৪০ পেলে হয়। আর কোন পরীক্ষায় এমন সুযোগ নাই।
সুতরাং পজিটিভ ভাববেন।

Post a Comment (0)
Previous Post Next Post