১৮তম শিক্ষক নিবন্ধন : লিখিত পরীক্ষা

১৮তম শিক্ষক নিবন্ধন : লিখিত পরীক্ষা কবে নাগাদ হবে এবং কেমন হবে প্রশ্নপত্র তা একনজর  জেনে নিন।

 নিবন্ধন প্রিলির রেজাল্ট ১ মাস পর দিতে পারে
রিটেন ৩/৪ মাস পর হতে পারে

 স্কুল এবং কলেজ পর্যায় রিটেন শুধু আপনার অনার্সের সাবজেক্টের উপর হবে! (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান কিছুই থাকবে না!)

তবে স্কুল পর্যায়-২ নিজ সাবজেক্টের উপর হবে না | বাংলা, ইংরেজি, গণিত থাকবে!

রিটেনের সময় ৩ ঘন্টা, ১০০ মার্কসের পরীক্ষা

রিটেনের জন্য প্রায় সব সাবজেক্টেরই "দিকদর্শন" গাইড আছে | যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা পুরাতন/নতুন গাইড কিনে পড়া শুরু করতে পারেন! আগে উপজেলায় খালি না থাকলে ফেল করাতো, এখন ফেল তো করাবেই না বরং জাতীয় মেধাতালিকা তৈরী হয় | তাই হেলাফেলা করবেন না!

Post a Comment (0)
Previous Post Next Post