SOCIAL ISLAMI BANK
Probationary Officer (Viva Preparation
সোশ্যাল ইসলামী ব্যংকের এন্ট্রি লেভেলের সর্বোচ্চ পোস্টে যারা ভাইবার জন্য সিলেক্টড হয়েছেন, তারা অনেক ভাগ্যবান। তাই নিজেকে শেষ পর্যন্ত দেখতে কালক্ষেপণ না করে ভাইবার জন্য প্রস্তুতি নিন
১. চেয়ারম্যান & ব্যবস্থাপনা পরিচালক নাম
২. সূরা ফাতিহা বলুন।
৩. আল্লাহ ব্যবসায়কে হালাল & সূদকে হারাম করেছেন। আরবীতে বলুন & কোন সূরার কোন নং আয়াত।
৪. ব্যাংকের বর্তমান অবস্থান কি? লাল, হলুদ & সবুজের মধ্যে এ ব্যাংকের অবস্থান কোথায়
৫. কোন ব্যাংকগুলো মার্জ হয়েছে। মার্জ হলে ব্যাংকের সুবিধা & অসুবিধা বলুন।
৬. রিজার্ভ বাড়ানোর জন্য ব্যাংকের করনীয় কি কি।
পাশাপাশি নিজ বিষয় নিয়ে পড়তে হবে সবচেয়ে বেশি।
ব্যাংক নিয়ে যা যা পড়বেন:
Bank rate
Sukuk bond
crr & slr & difference
monetary policy
function of bangladesh bank & commercial bank
call money
difference between conventional & islami bank
introduce yourself
Academic qualifications
why you want to join islami bank
what is riba
ইংরেজি যা যা নোট করবেন
1. Well presentation.
2. Your subject related questions
3. Bank related question such as- Function of commercial & central bank, call money, monetary policy, Difference between Islami & commercial bank.
4. Why you want to join SIBL
5. Chairman of SIBL.
6. Introduce youself
সবার জন্য শুভকামনা রইল।