বর্তমানে ব্যাংক ও বিসিএস পরীক্ষায় কম্পিউটারকে আব্যশিক বিষয় হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে। এ বিষয়ে মার্ক তোলা অন্যান্য বিষয় হতে সহজ বলে মনে করি।আপনি যদি এই বিষয়ের প্রতি একটু মনোযোগী হন তাহলে ফুল মার্ক না পেলেও ১০ এর মধ্যে ৭/৮ পেয়ে যাবেন।
কম্পিউটারের জন্য যে বইগুলো প্রয়োজন।
১. ড. মো. শাহনেওয়াজ হোসেন জর্জ এর "ইজি কম্পিউটার" বইটি বুঝে বুঝে ৩-৪ বার পড়লে আপনি কম্পিউটার নলেজ এর বস হয়ে যাবেন।
এছাড়াও যাদের কম্পিউটারের হাতে কলমে শিক্ষা রয়েছে তা তো অবশ্যই এগিয়ে থাকবেন।
বর্তমানে ব্যাংক পরীক্ষাগুলো বিভিন্ন ওয়েবসাইট হতে কপি করে সরাসরি প্রশ্নদিয়ে থাকে। যেমন ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংক এর AD ও অফিসার এর ১০ টি প্রশ্ন IndiaBix হতে তুলে দেওয়া হয়েছিল। তাই
২.বিভিন্ন ওয়েবসাইট হতে প্রশ্ন বিশেষ করে IndiaBix, Examveda হতে প্রশ্নগুলো অবশ্যই পড়বেন।
৩.বিগত বছরের অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নগুলো খুব ভালো করে পড়া।
সাধারণ জ্ঞানঃ
সাধারণ জ্ঞান বিষয়টি সাধারণ হলেও এর পরিধি ব্যাপক বলে আমি মনে করি। প্রতিনিয়তই এর পরিধি বাড়ছে। তাই এই বিষয়ের প্রতি আপনাকে খুব বুঝে শুনে পা বাড়াতে হবে। তবে ব্যাংকের পরীক্ষাগুলোতে সাধারণ জ্ঞানের কিছু অধ্যায় হতে প্রশ্ন থাকেই
১. অর্থনৈতিক সমীক্ষা
২. বাজেট
৩. ব্যাংকের কাজ,সংখ্যা, বিশেষিত ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকের কাজ, বিশ্বের কেন্দ্রীয় নাম।
৪. বিভিন্ন রেগুলেটরি ইন্সটিটিউট
৪.খেলারধুলা, পুরস্কার, দিবস ও বর্ষ
৫. বিভিন্ন অর্থনৈতিক সংগঠন যেমন-
World Bank, IMF,IDB, BIMSTEC,D-8,
APEC, BRICS, OPEC ETC
৬. আঞ্চলিক জোট যেমন
ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, আরব লীগ
৭. Currency, Sea Port, বিমান সংস্থা,
৮. জাতি সংঘ
৯. বাংলাদেশের মুক্তি যুদ্ধ, সংবিধান
১০.সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক
কি বই পড়বেন:
১.ড. মো. শাহনেওয়াজ হোসেন জর্জ রচিত বাংলাদেশ ও আন্তর্জাতিক বইটি। আমার কাছে মনে হয় এই বইটি সাধারণ জ্ঞান এর জন্য যথেষ্ট।
২.সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স / ওরাকল জ্ঞানপএ/ দৈনিক পএিকা পড়তে হবে।
এছাড়াও এখন অনেক মান সাম্মত বই বাজারে রয়েছে যা আপনি বিবেক বুদ্ধি খাটিয়ে কিনতে পারেন।
আর নিজেকে সবসময় আপডেট রাখতে চোখ রাখুন ABC For Job Entrance পেজে
Note: 200 মার্কসের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরামর্শ দেওয়া হবে পরবর্তীতে।
#পরীক্ষার_জন্য_কেন_Questions_Bank_বর্তমানে জরুরী??
বর্তমানে সরকারি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষাগুলোর ৭০-৮০% পরীক্ষা নেওয়ার দায়িত্ব পেতে পারেন BIBM। এছাড়াও FBS, Arts, Finance Department তো রয়েছেই। তাই পরীক্ষার আগে এই সকল Faculty- প্রশ্নগুলো ভালো করে অনুশীলন করলে যেমন প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়, তেমনি কমন পাওয়া দৌঁড়েও এগিয়ে থাকা যায়।
###Preliminary Questions Bank Solutions এর জন্য নিচের বইগুলো অবশ্যই পড়ুন। বিপুল সংখ্যক প্রশ্ন সমাধানের ফলে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, পরীক্ষা ভীতি কমে যাবে ও কমন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন।
One Plus Publication এর
a) Bank Recruitment Guide Vol-I & II
b) Objective BIBM Questions Bank
c) CTI & MIS Bank Job Solution
d) Bank Math Review
বই হতে সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রশ্ন গুলো খুব ভালো করে পড়া।