Topic: Phrases & Clause: শর্টকার্ট টেকনিক

যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় Clause অংশ থেকে এক বা দুইটি প্রশ্ন আসে। বেশীরভাগ পরীক্ষার্থী এই অংশ ভালো করে অনুধাবন করে না, বা অনেকেই এড়িয়ে যান। অথচ একটু মনোযোগ দিলেই এই অংশ থেকে পূর্ণাঙ্গ মার্কস পাওয়া অনেক সহজ।

আজকের এই পোস্টে আমরা Clause এর ব্যবচ্ছেদ করে দেখাবো। চলুন শুরু করা যাক।

𝗖𝗹𝗮𝘂𝘀𝗲 বের করার যুগান্তকারী শর্টকাট

এই  কঠিন 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲 কিভাবে শর্টকাট  পরীক্ষা হলে বের করবেন এই বিষয়ে  দু' একটি গোপন কথা বলি।

 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲 আছে মোট=৩ টা।

𝟭) 𝗡𝗼𝘂𝗻 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲 

𝟮) 𝗔𝗱𝗷𝗲𝗰𝘁𝗶𝘃𝗲 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲 

𝟯) 𝗔𝗱𝘃𝗲𝗿𝗯𝗶𝗮𝗹 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲।

পরীক্ষায় অপশন থাকে ৪ টা করে।  অর্থাৎ ক, খ, গ,ঘ। তাহলে ৪ টি অপশনে মাত্র তিনটি 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲 বসবে বাকি যে অপশন থাকবে তা বাদ দিবেন। এই একটি অপশন বাদ দেওয়ার কারণে আপনার কাজ ৫০% হয়ে গেছে। এবার কাজেই কথায় আসি। কোন 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲 কোন উপায়ে  শর্টকাট বের করবেন।

N𝗼𝘂𝗻 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲: এই 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲-এ 𝗨𝗻𝗱𝗲𝗿𝗹𝗶𝗻𝗲 এর বরাবর 𝗜𝘁 বসিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তবে বুঝবেন এটি অবশ্যই 𝗡𝗼𝘂𝗻 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲। আপনাকে 𝗩𝗲𝗿𝗯 এর আগে, পরে, পিছনে, 𝗽𝗿𝗲𝗽𝗼𝘀𝗶𝘁𝗶𝗼𝗻 এর পরে কিংবা 𝗔𝗽𝗽𝗼𝘀𝗶𝘁𝗶𝘃𝗲 হিসেবে এই ৬টি জায়গায় 𝗡𝗼𝘂𝗻 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲 বসে এই লজিক শিখতে হবে না আর। শুধু 𝗜𝘁 বসিয়ে বাক্য পূর্ণ হলেই 𝗡𝗼𝘂𝗻 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲। যেমন-

(১) (𝗧𝗵𝗮𝘁 𝗵𝗲 𝗶𝘀 𝗮 𝗰𝗿𝗶𝗺𝗶𝗻𝗮𝗹) 𝗶𝘀 𝗸𝗻𝗼𝘄𝗻 𝘁𝗼 𝗮𝗹𝗹.

(২) 𝗪𝗲 𝗱𝗼𝗻'𝘁 𝗸𝗻𝗼𝘄 (𝘄𝗵𝗮𝘁 𝗵𝗲 𝗶𝘀 𝘁𝗮𝗹𝗸𝗶𝗻𝗴 𝗮𝗯𝗼𝘂𝘁.)


এখানে (১) ও (২) নং এ ব্রাকেট এর পরিবর্তে 𝗜𝘁 বসালে বাক্য পূর্ণ হবে অর্থাৎ 𝗡𝗼𝘂𝗻 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲। যেমন- (𝟭) 𝗜𝘁 𝗶𝘀 𝗸𝗻𝗼𝘄𝗻 𝘁𝗼 𝗮𝗹𝗹. (𝟮) 𝗪𝗲 𝗱𝗼𝗻'𝘁 𝗸𝗻𝗼𝘄 𝗶𝘁.

(𝟮)𝗔𝗱𝗷𝗲𝗰𝘁𝗶𝘃𝗲 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲: 𝗨𝗻𝗱𝗲𝗿𝗹𝗶𝗻𝗲𝗱 অংশটি  হাতের আঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে যদি বাক্য পূর্ণ তখন বুঝবেন অবশ্যই 𝗔𝗱𝗷𝗲𝗰𝘁𝗶𝘃𝗲 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲। যেমন

𝗧𝗵𝗲 𝗯𝗼𝘆 (𝘄𝗵𝗼 𝗱𝗼𝗲𝘀𝗻'𝘁 𝗸𝗻𝗼𝘄 𝘁𝗼 𝗺𝗮𝗻𝗻𝗲𝗿) 𝗶𝘀 𝗺𝘆 𝗯𝗿𝗼𝘁𝗵𝗲𝗿. 

এখানে 𝗨𝗻𝗱𝗲𝗿𝗹𝗶𝗻𝗲 অংশটি একপাশে রেখে দিলে হয়=𝗧𝗵𝗲 𝗯𝗼𝘆 𝗶𝘀 𝗺𝘆 𝗯𝗿𝗼𝘁𝗵𝗲𝗿। বিশ্বাস নাহলে বই খুলে নিজে দেখুন!!

(𝟯) 𝗔𝗱𝘃𝗲𝗿𝗯𝗶𝗮𝗹 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲: এটি চেনা অত্যন্ত সোজা। কারণ তিনটি অপশন থেকে 𝗜𝘁 দিয়ে বা আঙ্গুলে চেপে ধরলেও 𝗡𝗼𝘂𝗻 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲, 𝗔𝗱𝗷𝗲𝗰𝘁𝗶𝘃𝗲 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲 কোনটিই না হলে ধরে নিবেন ১০০% 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲 টি 𝗔𝗱𝘃𝗲𝗿𝗯𝗶𝗮𝗹 𝗖𝗹𝗮𝘂𝘀𝗲।


إرسال تعليق (0)
أحدث أقدم