ভাইভা অভিজ্ঞতা: প্রতিরক্ষা মন্ত্রণালয়, সহকারি পরিচালক

ভাইভা অভিজ্ঞতা:

প্রতিরক্ষা মন্ত্রণালয়, সহকারি পরিচালক।

স্থান: প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণভবন কমপ্লেক্স।

প্রথমে সালাম দিয়ে বসার আজ্ঞা পেয়ে বসলাম।

Chairman: Introduce yourself in English.

Myself: It's my great privilege to say something in front of you. I am shakil. I studied at University of Dhaka and had my BBA and MBA degree in Finance. I had completed my hsc and ssc degree securing first position for the first time in both SSC and HSC in 2007 and 2009 respectively from my locality. I always have the goal of serving my country with the best possible way, I will try to contribute to my country as much as possible and as long as possible.

Chairman: আপনি যেটাতে ভাইভা দিতে আসছেন Assistant Director পদে, সেটা কোন মন্ত্রণালয়ের অধীন?

Myself: Ministry of Defense.

Chairman: এটা একটা গোয়েন্দা সংস্থার অধীনে। সেটার নাম কী?

Myself: DGFI

Chairman: DGFI এর Full Meaning কী?

Myself: Directorate General of Forces Intelligence.

Chairman: আপনার জব টা DGFI এর কোন কার্যালয়ের অধীন?

Myself: Chief Administrative Office (প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়)।

Board Member: বাংলাদেশে এরকম গোয়েন্দা সংস্থা আর কী কী আছে?

Myself: NSI, PBI, SB ইত্যাদি।

Board Member: এগুলোর পূর্ণরূপ সহ বলেন।

Myself: National Security Intelligence (NSI), Police Bureau of Investigation (PBI), Special Branch (SB).

Board Member: এগুলো তো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। বিশ্বের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নাম বলেন।

Myself: FBI (এটা বলার থামিয়ে দিয়ে পূর্ণরূপ জানতে চেয়ে পরবর্তী প্রশ্ন)

Board Member: FBI এর পূর্ণরূপ কী? এটি কোন দেশের গোয়েন্দা সংস্থা?

Myself: Federal Bureau of Investigation. এটি আমেরিকার বিখ্যাত গোয়েন্দা সংস্থা।

Board Member: RAW কোন দেশের গোয়েন্দা সংস্থা? পূর্ণরূপ কী?

Myself: RAW ভারতের গোয়েন্দা সংস্থা। পূর্ণরূপ Research and Analysis Wing.

Board Member: CBI কোন দেশের গোয়েন্দা সংস্থা?

Myself: ভারতের।

Chairman: আপনার ফ্যামিলিতে বাবা মা ও ভাইবোন কে কী করেন?

Myself: (Answered)

Chairman: (আবারো অন্যদের দেখিয়ে) আপনারা কোয়েশ্চান করুন।

Board Member: বাংলাদেশের সংবিধান তো পড়েছেন? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা কত নং অনুচ্ছেদে আছে?

Myself: ৭ নং অনুচ্ছেদ।

Board Member: "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থটি কার লেখা?

Myself: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Board Member: এটা কার জীবনী নিয়ে লেখা গ্রন্থ? ইংরেজি অনুবাদ কী?

Myself: এটা জাতির জনক বঙ্গবন্ধুর নিজের জীবনী নিয়ে গ্রন্থ। ইংরেজি অনুবাদ "The Unfinished Memoirs".

Board Member: সমসাময়িক তার আরেকটি গ্রন্থ আছে। সেটা কী?

Myself: কারাগারের রোজনামচা।

Chairman: "অসমাপ্ত আত্মজীবনী" এটা কী ধরণের গ্রন্থ? Biography নাকি Autobiography?

Myself: Autobiography.

Chairman: Biography ও Autobiography এর মধ্যে পার্থক্য কী?

Myself: যখন নিজের জীবনীগ্রন্থ নিজেই লেখা হয় সেটা Autobiography. আবার যখন একজনের জীবনীগ্রন্থ অন্য আরেকজন লেখে তখন সেটাকে বলে Biography.

Chairman: Excellent. (এরপর আমাকে বিসিএস নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন)

Chairman: এখানে Assistant Director পদে জয়েন করলে আপনার কাজ টা কী হবে? এটা তো একটা গোয়েন্দা সংস্থার অধীন। তো কাজটা কী হতে পারে?

Myself: স্যার, Confidential কাজ হবে সেক্ষত্রে যেহেতু গোয়েন্দা সংস্থার অধীন।

Chairman: Ok, You may go now.

إرسال تعليق (0)
أحدث أقدم