Bank written preparation

অফিসার জেনারেল ২০২১ নতুন সিলেবাসে রিটেন পরীক্ষা ও নম্বর বন্টন।এই সিলেবাসে নম্বর  পাওয়া যেমন সহজ আবার কারো কাছে কঠিন মনে হতে পারে।


কিভাবে ভালো করা যায় নতুন সিলেবাসে-


ফোকাস:


বাংলা ও ইংরেজি ফোকাস -বাংলাদেশ বা বৈশ্বিক কোন ঘটনার উপর ৩০ বা ৩৫ নম্বরের উপর লিখতে হবে। ৩০ বা ৩৫ নম্বরের জন্য সময় বেশি রাখার কোন অপশন নাই।কারণ,আপনাকে সব উত্তর করতে হবে।কি কি টপিক পড়বেন এবং কতটুকু লিখবেন খাতায় তা আগে ঠিক করুন।৩-৪ পেজের মাঝে লেখা সীমাবদ্ধ রাখুন।কাঠামো নিজেই তৈরি করুন,ডাটা বা উপাত্ত নিজের সংগ্রহে রাখুন।পারলে,নিজের জন্য একটা কমন ফরমেট গঠন করুন।অল্প সময়ে গুরুত্বপূর্ণ টপিকে নজর রাখুন।শেষ ২ মাসের গুরুত্বপূর্ণ তথ্য রিভাইসে রাখুন।

ম্যাথ: 


ম্যাথ SSC লেভেলের হলেও ব্যাংক ম্যাথ বলে কথা। বিগত এবং যে চ্যাপ্টারের ম্যাথ বেশি আসে তা খাতায় লিখে করার চেষ্টা করুন (যা মনে থাকে না)। এক্ষেত্রে পরীক্ষা দেবার বিকল্প নাই।

অনুবাদ: 


সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে এ পার্ট (প্রতিটি বাক্য ভাগ করা থাকবে তাই Tense সম্পর্কে নিখুত হতে হবে।কিভাব ভাবনুবাদ করা যায় তার জন্য বাক্য প্রতিস্থাপন নীতি বা Rearrange ভালোভাবে জানতে হবে।৪০ নম্বরে ২৫+ নম্বর পেতে দৈনিক চর্চায় অনুবাদ রাখুন।

প্যাসেজ: 


প্যাসেজে ২০ মার্ক মানে ৪/৫ টি প্রশ্ন থাকবে।তাই,বাক্যের গঠন গুলো রিভাইজে রেখে প্রতিদিন একটা প্যাসেজ বাসায় প্রাকটিজ করুন।কিভাবে প্যাসেজ ভালো করা যায় শিখুন।

প্রেসাইজ: 


হেডিং দিয়ে শুরু করুন এবং মূল প্যাসেজের ১/৩ লিখুন।প্রেসাইজের নিয়মগুলো দেখে প্রাকটিস করুন।

সর্বোপরি, একটা প্লাটফর্মে যুক্ত হয়ে গোছানো প্রস্তুতি নিন।২৭৭৫ পোস্ট মানে ৪০০০+ পোস্ট। বেকার হয়ে থাকলে সব বাদ দিয়ে পড়ুন।প্রিলি পাসের সম্ভাবনা থাকলে রিটেন পড়ুন।



Post a Comment (0)
Previous Post Next Post