IFIC Bank PLC তে নিয়োগ বিজ্ঞপ্তি‼️
পদঃ Transaction Service Officer(TSO)
আবেদনের শেষ সময়ঃ ১৭/০৩/২০২৪
আবেদনের লিঙ্কঃ https://www.ificbank.com.bd/career
পরীক্ষা ৩ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আপনাকে ইনিশিয়াল ভাইবার জন্য ডাকবে। ভাইবা সাধারণত জুমে নেয়া হয়। ইনিশিয়াল ভাইবাতে নিজের ব্যক্তিগত তথ্য, নিজ পরিবার ও সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।
সর্বোচ্চ ৪-৫ মিনিটের মধ্যে এই ভাইবা শেষ করা হয়।
যারা ইনিশিয়াল ভাইবাতে ভালো করবেন, তাদেরকে রিটেনের জন্য শর্টলিস্ট করা হয়।
রিটেনে প্রিলি ৪০ নম্বর ও লিখিত ৬০ নম্বরের নেয়া হয়, যেখানে সময় থাকে ১ ঘণ্টা। বাংলা, ইংরেজি, গণিত, জিকে ও কম্পিউটার এমসিকিউ থাকে। লিখিত ২/৩ টি ম্যাথ, ট্রান্সলেশন, ১ টি ফোকাস রাইটিংসহ লেটার বা আবেদনপত্র থাকবে। প্রিলিতে ৩০ বা তার আশেপাশে নম্বর পেলেই লিখিত খাতা দেখবেন। প্রিলি ও লিখিত সহ মোট ৭০+ পেলে চূড়ান্ত ভাইবায় ডাকা হয়।
লিখিত ও চূড়ান্ত ভাইবা এর যোগফলের ভিত্তিতে মেরিট লিস্টে নিয়োগ দেয়া হয়।