আজকে অনুষ্ঠিত ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ১০ ব্যাংকের অফিসার (জেনারেল) নিয়োগ পরীক্ষার বাংলা অংশের সমাধান
১. ‘আপন পাঠেতে মন করহ নিবেশ'- বাক্যে ‘পাঠেতে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৩য়া
খ. করণে ৫মী
গ. অধিকরণে ৭মী
উ. গ
২. একাধিক স্বাধীন বাক্যকে মাঝখানে কোন চিহ্ন বসে? একটি বাক্যে লিখলে সেগুলোর
ক. হাইফেন
খ. সেমিকোলন
গ. ড্যাশ
ঘ. কমা
উ. খ
৩. কোনটি অস্তিবাচক বাক্য?
ক. সে কিছুতেই সন্তুষ্ট নয়
খ. দুবারের বেশী ফোন করিনি
গ. আমি অন্য কোথাও যাব না
ঘ. আপনি আমায় অবিশ্বাস করেছেন
উ. ঘ
৪. কোন বানানটি শুদ্ধ?
ক. উত্তরসুরী
খ. উত্তরসুরি
গ. উত্তরসূরি
ঘ. উত্তরসূরী
উ. গ
৫. উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?
ক. অব্যয়সূচক শব্দাংশ
খ. স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়
গ. নতুন অর্থবোধক শব্দ তৈরি করে
ঘ. শব্দের অর্থের পূর্ণতা সাধন করে
উ. খ
৬. ‘বিবর’ শব্দের অর্থ কী?
ক. গহ্বর
খ. চূড়া
গ. বরহীনা
ঘ. বরহীন
উ. ক
৭. সাদাটে হলুদ বর্ণকে কী বলা হয়?
ক. হলাদটে
খ. ফিকে
গ. পাণ্ডুর
ঘ. বাসন্তি
উ. গ
৮. কোনটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা?
ক. ধান শালিকের দেশ
খ. লাঙ্গল
গ. বার্তা
ঘ. উত্তরাধিকার
উ. ঘ
৯. ‘সমুদ্র’ এর প্রতিশব্দ নয় কোনটি?
ক. পারাবার
খ. মহিধর
গ. রত্নাকর
ঘ. অর্ণব
উ. খ
১০.‘জীবন আমার বোন' কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. নাটক
খ. প্ৰবন্ধ
গ. উপন্যাস
ঘ. কবিতা
উ. গ
১১. ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান ‘বিদ্যাসাগর' উপাধি প্রদান করে?
ক. সংস্কৃত কলেজ
খ. প্রেসিডেন্সি কলেজ
গ. কলকাতা বিশ্ববিদ্যালয়
ঘ. বিদ্যাসাগর কলেজ
উ. ক
১২.‘লেটো' কী?
ক. নজরুল সঙ্গীত
খ. রবীন্দ্র সঙ্গীত
গ. সারিগান
ঘ. লোকগান
উ. ঘ
১৩.‘আবির্ভাব' শব্দটি গঠিত হয়েছে-
ক. প্রত্যয় দ্বারা
গ. সন্ধি দ্বারা
খ. উপসর্গ দ্বারা
ঘ. বিভক্তি দ্বারা
উ. গ
১৪.‘হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে’। বাক্যটিতে ‘দিয়ে’ হলো-
ক. অব্যয়
খ. প্রত্যয়
গ. অনুসর্গ
ঘ. উপসর্গ
উ. গ
১৫.জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
ক. সমাজ
খ. পানি
গ. মিছিল
ঘ. নদী
উ. ঘ
১৬. ‘ভূপতি রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন গল্পের চরিত্র?
ক. নষ্টনীড়
খ. একরাত্রি
গ. অতিথি
ঘ. পোস্টমাস্টার
উ. ক
১৭.‘মেনিমুখো' বলতে বুঝায়
ক. ভীতু
খ. লাজুক
গ. মুখরা
ঘ. বিড়ালমুখো
উ. খ
১৮.‘উচাটন’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. ঊর্ধ্বটান
খ. উঁচুনিচু
গ. প্ৰশান্ত
ঘ. উত্তাল
উ. গ
১৯.কোনটি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল?
ক. ১৮৭৬-১৯৩৮
গ. ১৮৮১-১৯৪৬
খ. ১৮৬৮-১৯৪১
ঘ. ১৮৭২-১৯৩৯
উ. ক
২০.কোন বাগধারাটির অর্থ ‘চাতুরী করা’?
ক. লেজে খেলা
খ. শেষ রক্ষা
গ. আঁখি মুদা
ঘ. ছকড়া নকড়া
উ. ক
২১.বাংলা ভাষার বিখ্যাত কোন কবি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন?
ক. শামসুর রাহমান
খ. বুদ্ধদেব বসু
গ. জীবনানন্দ দাশ
ঘ. বর্ণিত সবাই
উ. ঘ
২২.বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল-
ক. ৬৫০-১২০০ খ্রি.
খ. ৪০০-৮০০ খ্রি.
গ. ৫০০-১০০০ খ্রি.
ঘ. ৭০০-১৪০০ খ্রি.
উ. ক
২৩.‘বঙ্গে সুফী প্রভাব' গ্রন্থটির রচয়িতা-
ক. আবুল ফজল
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
খ. সুফী মোতাহার হোসেন
ঘ. মুহাম্মদ এনামুল হক
উ. ঘ
২৪.‘লাঠি' ও 'চাউল' শব্দ দুটি-
ক. দেশি শব্দ
খ. তদ্ভব শব্দ
গ. বিদেশি শব্দ
ঘ. তৎসম শব্দ
উ. ক
২৫.‘সদাশয়' এর সন্ধি বিচ্ছেদ-
ক. সদ+আশয়
খ. সৎ+আশয়
গ. সদা+শয়
ঘ. সৎ+শয়
উ. খ