২০২১ সাল ভিত্তিক সমন্বিত ১০ ব্যাংকের অফিসার (জেনারেল) নিয়োগ পরীক্ষার সমাধান

আজকে অনুষ্ঠিত ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ১০ ব্যাংকের অফিসার (জেনারেল) নিয়োগ পরীক্ষার বাংলা অংশের সমাধান

১. ‘আপন পাঠেতে মন করহ নিবেশ'- বাক্যে ‘পাঠেতে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৩য়া
খ. করণে ৫মী
গ. অধিকরণে ৭মী
ঘ. অপাদানে ৭মী
উ. গ
২. একাধিক স্বাধীন বাক্যকে মাঝখানে কোন চিহ্ন বসে? একটি বাক্যে লিখলে সেগুলোর
ক. হাইফেন
খ. সেমিকোলন
গ. ড্যাশ
ঘ. কমা
উ. খ
৩. কোনটি অস্তিবাচক বাক্য?
ক. সে কিছুতেই সন্তুষ্ট নয়
খ. দুবারের বেশী ফোন করিনি
গ. আমি অন্য কোথাও যাব না
ঘ. আপনি আমায় অবিশ্বাস করেছেন
উ. ঘ
৪. কোন বানানটি শুদ্ধ?
ক. উত্তরসুরী
খ. উত্তরসুরি
গ. উত্তরসূরি
ঘ. উত্তরসূরী
উ. গ
৫. উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?
ক. অব্যয়সূচক শব্দাংশ
খ. স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়
গ. নতুন অর্থবোধক শব্দ তৈরি করে
ঘ. শব্দের অর্থের পূর্ণতা সাধন করে
উ. খ
৬. ‘বিবর’ শব্দের অর্থ কী?
ক. গহ্বর
খ. চূড়া
গ. বরহীনা
ঘ. বরহীন
উ. ক
৭. সাদাটে হলুদ বর্ণকে কী বলা হয়?
ক. হলাদটে
খ. ফিকে
গ. পাণ্ডুর
ঘ. বাসন্তি
উ. গ
৮. কোনটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা?
ক. ধান শালিকের দেশ
খ. লাঙ্গল
গ. বার্তা
ঘ. উত্তরাধিকার
উ. ঘ
৯. ‘সমুদ্র’ এর প্রতিশব্দ নয় কোনটি?
ক. পারাবার
খ. মহিধর
গ. রত্নাকর
ঘ. অর্ণব
উ. খ
১০.‘জীবন আমার বোন' কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. নাটক
খ. প্ৰবন্ধ
গ. উপন্যাস
ঘ. কবিতা
উ. গ
১১. ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান ‘বিদ্যাসাগর' উপাধি প্রদান করে?
ক. সংস্কৃত কলেজ
খ. প্রেসিডেন্সি কলেজ
গ. কলকাতা বিশ্ববিদ্যালয়
ঘ. বিদ্যাসাগর কলেজ
উ. ক
১২.‘লেটো' কী?
ক. নজরুল সঙ্গীত
খ. রবীন্দ্র সঙ্গীত
গ. সারিগান
ঘ. লোকগান
উ. ঘ
১৩.‘আবির্ভাব' শব্দটি গঠিত হয়েছে-
ক. প্রত্যয় দ্বারা
গ. সন্ধি দ্বারা
খ. উপসর্গ দ্বারা
ঘ. বিভক্তি দ্বারা
উ. গ
১৪.‘হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে’। বাক্যটিতে ‘দিয়ে’ হলো-
ক. অব্যয়
খ. প্রত্যয়
গ. অনুসর্গ
ঘ. উপসর্গ
উ. গ
১৫.জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
ক. সমাজ
খ. পানি
গ. মিছিল
ঘ. নদী
উ. ঘ
১৬. ‘ভূপতি রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন গল্পের চরিত্র?
ক. নষ্টনীড়
খ. একরাত্রি
গ. অতিথি
ঘ. পোস্টমাস্টার
উ. ক
১৭.‘মেনিমুখো' বলতে বুঝায়
ক. ভীতু
খ. লাজুক
গ. মুখরা
ঘ. বিড়ালমুখো
উ. খ
১৮.‘উচাটন’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. ঊর্ধ্বটান
খ. উঁচুনিচু
গ. প্ৰশান্ত
ঘ. উত্তাল
উ. গ
১৯.কোনটি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল?
ক. ১৮৭৬-১৯৩৮
গ. ১৮৮১-১৯৪৬
খ. ১৮৬৮-১৯৪১
ঘ. ১৮৭২-১৯৩৯
উ. ক
২০.কোন বাগধারাটির অর্থ ‘চাতুরী করা’?
ক. লেজে খেলা
খ. শেষ রক্ষা
গ. আঁখি মুদা
ঘ. ছকড়া নকড়া
উ. ক
২১.বাংলা ভাষার বিখ্যাত কোন কবি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন?
ক. শামসুর রাহমান
খ. বুদ্ধদেব বসু
গ. জীবনানন্দ দাশ
ঘ. বর্ণিত সবাই
উ. ঘ
২২.বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল-
ক. ৬৫০-১২০০ খ্রি.
খ. ৪০০-৮০০ খ্রি.
গ. ৫০০-১০০০ খ্রি.
ঘ. ৭০০-১৪০০ খ্রি.
উ. ক
২৩.‘বঙ্গে সুফী প্রভাব' গ্রন্থটির রচয়িতা-
ক. আবুল ফজল
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
খ. সুফী মোতাহার হোসেন
ঘ. মুহাম্মদ এনামুল হক
উ. ঘ
২৪.‘লাঠি' ও 'চাউল' শব্দ দুটি-
ক. দেশি শব্দ
খ. তদ্ভব শব্দ
গ. বিদেশি শব্দ
ঘ. তৎসম শব্দ
উ. ক
২৫.‘সদাশয়' এর সন্ধি বিচ্ছেদ-
ক. সদ+আশয়
খ. সৎ+আশয়
গ. সদা+শয়
ঘ. সৎ+শয়
উ. খ
All reaction
إرسال تعليق (0)
أحدث أقدم