বাংলাদেশ ব্যাংক পরীক্ষার আপডেট


  • আজকের বিভিন্ন ব্যাংকের আপডেট (১১/০৩/২০২৪)

  •  আইএফাইসি ব্যাংক- টিএসও পদের এপয়েন্টমেন্ট লেটার গতকাল দেয়া হয়েছে। এদিকে ২৪শে ফেব্রুয়ারির রিটেন রেজাল্ট আজ দেয়া হয়েছে। ১৩ ও ১৪ই মার্চ সিপিটি টেস্ট অনুষ্ঠিত হবে। টিএসও পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। আবার এমটিও পদের ইনিশিয়াল ভাইভা চলছে।
  • ডাচ বাংলা ব্যাংক- এমটিও পদের ভাইভা শেষ হয়েছে। রেজাল্ট ইদের আগে দিয়ে ইদের পর জয়েনিং করতে বলতে পারে। ক্যাশের প্রথম ধাপের প্রশিক্ষণ আজ শেষ হলো। ক্যাশের প্রশিক্ষণের কারণে টিও রেজাল্ট পেতে দেরি হচ্ছে। বুধবার টিও রেজাল্ট দেয়ার সম্ভাবনা রয়েছে। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে রিটেন ও কম্পিউটার টেস্ট চলছে।
  • মধুমতী ব্যাংক - আজও সনদ চেকিং এর জন্য মেসেজ দেয়া হয়েছে। আজ ১২ই মার্চের জন্য ডাকা হয়েছে। সনদ চেকিং শেষ পর্যায়ে এবং এটি শেষ হলে ভাইভা শুরু হবে।
  • ইস্টার্ন ব্যাংক- ফিউচার লিডার পদে রিটেন অনুষ্ঠিত। ২০/২৫ দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে। কার্ড একুইজিশন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অপারেশন ডিভিশন পদের ফাইনাল ভাইভা আগামী ১৩ই মার্চ হবে।
  • ব্রাক ব্যাংক- ইয়াং লিডার পদে অনলাইন টেস্ট শেষ হয়েছে। সেন্টার পাওয়ামাত্র রিটেন ডেট ঘোষণা করা হবে। এদিকে ক্যাশ অফিসার পদের জয়েনিং আগামী ১৪ ই মার্চ।
  •  এনআরবিসি- ফাস্ট ম্যানেজমেন্টের অধীনে ক্যাশ পদের রেজাল্ট আজ প্রকাশিত। আগামীকাল এপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করতে বলেছে। এদিকে টিজেও এবং টিএও পদের গ্রুপ ভাইভার রেজাল্ট কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে।
  •  পূবালী ব্যাংক- পিও পদের ভাইভা চলছে। চলবে ৪ই এপ্রিল পর্যন্ত। পিও পদের ভাইভা শেষ না হলে জেপিও পদের রেজাল্ট প্রকাশিত হবে না বলা যায়।
  • ইসলামি ব্যাংক- জেনারেল ও ক্যাশ পদে আবেদন শেষ। পরীক্ষা হতে ৬ মাস লাগতে পারে।
  •  যমুনা ব্যাংক- ফাস্ট অফিসার পদের ভাইভার জন্য আজও কল করা হচ্ছে। কয়েকদিনের মধ্যে ভাইভার জন্য মেইল দেয়া হবে। এর রেজাল্ট ইদের কয়েকদিন আগেও হতে পারে, কিছুদিন পরেও হতে পারে।
  • প্রাইম ব্যাংক- এমটিও পদের জয়েনিং ২৪শে মার্চ অনুষ্ঠিত হবে।
  • সিটি ব্যাংক- এসএমই লয়ালিটি পদের ভাইভা আজ অনুষ্ঠিত হলো। অটো লোন পদের চূড়ান্ত ভাইভার রেজাল্ট আজ দেয়া হয়েছে। আগামীকাল এপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করতে বলা হয়েছে। ব্রাঞ্চ ব্যাংকিং পদে রেজাল্ট পেতে এক মাসের মতো সময় লাগে।
  • ফরেন ব্যাংক - স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে যেখানে ১৪ই মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। বয়স হতে হবে ২৮ বছরের নিচে।
  •  গ্লোবাল ইসলামি ব্যাংক- পিও পদে রিটেন রেজাল্ট দেয়া হয়েছে। আগামী ২৩শে মার্চ এর ভাইভা অনুষ্ঠিত হবে।
  • বেঙ্গল ব্যাংক- এসিস্ট্যান্ট অফিসার পদের রিটেন ডেট আগামী ২২শে মার্চে অনুষ্ঠিত হবে। একটি সেন্টারে উক্ত পরীক্ষায় প্রায় ২ হাজার জন অংশগ্রহণ করবে। এডমিট কার্ড আবেদনপত্রের দেয়া তথ্য অনুযায়ী নিজে পূরণ করতে হবে। আজ ক্যান্ডিডেটদের ফোন দিয়ে পরীক্ষার ইনফরমেশন দেয়া হচ্ছে।
إرسال تعليق (0)
أحدث أقدم