কেমন হবে পেট্রোবাংলা চয়েজ লিস্ট

 পেট্রোবাংলা চয়েজ লিস্ট 


আপনি যদি ঢাকায় থাকতে চান , তবে চয়েজ লিস্ট এমন হতে পারে-

 

1. Petrobangla (ঢাকা)

2. Bangladesh Petroleum Exploration Company Limited (BAPEX) (ঢাকা)

3. Gas Transmission Company Limited (GTCL)(ঢাকা)

4. Rupantarita Prakritic Gas Company Limited (RPGCL)

5. Sundarban Gas Company Limited (SGCL) (এখানে বছর শেষে ভালো এমাউন্টের প্রফিট বোনাস পাও্য়া যাবে)- খুলনা।

6. Barapukuria Coal Mining Company (BCMCL) (এখানে বছর শেষে ভালো এমাউন্টের প্রফিট বোনাস পাও্য়া যাবে)- দিনাজপুর 

7. Maddhyapara Granite Mining Company (MGMCL)- দিনাজপুর।

8. Karnaphuli Gas Distribution Company Limited (KGDCL) (চট্টগ্রাম)

9. Jalalabad Gas Transmission and Distribution Systems Limited (JGTDSL) (সিলেট)

10. Pashchimanchal Gas Company Limited (PGCL)-সিরাজগঞ্জ 

11. Bakhrabad Gas Systems Limited (BGSL) (কুমিল্লা)

12. Bangladesh Gas Fields Company Limited (BGFCL)-ব্রাহ্মণবাড়িয়া

13. Sylhet Gas Fields Limited (SGFL) (সিলেট)

 

বাট আপনার যদি ঢাকা থাকার ফ্যাসিনেশন না থাকে, সাজেশন থাকবে যেটা আপনার এলাকায়, সেটা উপরের দিকে রাখতে।

এরপর Sundarban Gas Company Limited (SGCL) ও Barapukuria Coal Mining Company (BCMCL) রাখবেন।

এবং ট্রাই করবেন যথাসম্ভব Distribution কোম্পানি গুলোকে উপরে রাখতে।

 

পেট্রোবাংলার কোম্পানি গুলোর একটা সুবিধা হচ্ছে আপনি একটা থেকে যে কোন টাতে যেতে পারবেন, ব্যাপারটা যদিও কঠিন বাট অসম্ভব না।


আর ৯ম/১০ম গ্রেডে সেইম কম্পিটিশন হবে।

إرسال تعليق (0)
أحدث أقدم