পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ফিল্ডগুলার ক্ষেত্রে জব পোস্টিং ফিল্ডে হতে পারে। সেক্ষেত্রে খুব দুর্গম দুর্গম জায়গাতে পোস্টিং আসতেই পারে। শহর কি? এইটাই হয়ত ভুলে যেতে পারে। আর হ্যা, জরূরী মুহুর্তে ছুটি কি, সেইটাও ভুলে যেতে হতে পারে।


পেট্রোবাংলা এবং তার কোম্পানীগুলা সব টেকনিক্যাল সাবজেক্ট ডমিনেটেড। 

জেনারেলের প্রশ্ন অধিকাংশ ক্ষেত্রে, সাধারনত আইবিএ, আহাসুনাল্লাহ বা আরো যারা এক্সাম নিয়ে থাকে তাদের ই কেউ  করবে, টেন্ডার যে পাবে। বানিজ্যে বিভাগের জন্যেও তাই। 


প্রশ্ন সাধারনত হবে, এম সি কিউ + রিটেন। টিকলে ভাইভা। এক পোস্টের এগেইন্সট এ ৫-৮ জন টেকানো হয়। 

টেকনিক্যালের জন্য, সবার পছন্দ বুয়েট। সেখানেও এম সি কিউ+ সাবজেক্টিভ রিটেন, পরে ভাইভা। তবে আইবিএ বা তাদের মত যারা প্রশ্ন করে, তারাও যে করবে না সেইটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরাও করতে পারে। আপনাদের দুইটা প্রিপারেশনই রাখা উচিত। 

এমসিকিউতে, সাধারনত নিকট অতীতের সাধারন জ্ঞ্যান আসে, বাংলা ইংরেজি ম্যাথ!! কমন। টেকনিক্যালের জন্য সাবজেক্টিভ এম সি কিউ আসতে পারে। 

রিটেন, বাংলা, ইংরেজি ম্যাথ, টেকনিক্যালের যদি আইবিএ টাইপ ওরা করে এইগুলার সাথে টেকনিক্যাল কিছুও আসতে পারে। আর বুয়েট করলে পুরা টেকনিক্যাল, বাংলা ইংরেজি ভুলে যান।

এই পরীক্ষাগুলাতে বিশেষ করে জেনারেল পোস্টের জন্য, আরা বিসিএস রিটেন দিয়েছেন, তাদের এডভ্যান্টেজ বেশী। কারন লিখিত পরীক্ষা দেওয়ার এক্সপেরিয়েন্স। তাই নিউকামারদের জন্য একটু কঠিনই রিটেন পার্ট টা। তবে ইম্পসিবল না। বাংলা, ইংরেজি, সাধারন জ্ঞ্যান, গণিত। দেখেলেই হবে বলে বিশ্বাস। লিখিত তে সাধারনত, একটা ইংরেজি রচনা, বাংলা রচনা, দুইটা গণিত, সমসাময়িক নিয়ে কোনো একটা টপিক্স এসে থাকে। তবে এমন ই আসবে এমন ভাবার দরকার নাই।


টেকনিক্যাল, স্পেশালী ইঞ্জিনিয়ারদের জন্য তাদের সাবজেক্টের সাথে পেট্রোলিয়াম সেক্টরের সামঞ্জ্যস্য সম্পুর্ন কোর্স গুলা বেশী দেখা উত্তম। একই ব্যাপার ভুতত্ত্বের জন্যেও।

যারা আমার মত টেকনিক্যাল সাবজেক্টের, তাদের জন্য আমার উপদেশ চোখ বুঝে সাবজেক্টিভ এ এপ্লাই করেন। নিজের মাঠে খেললে সব সময় এডভান্টেজ পাওয়া যাবে। জেনারেল নিয়োগের ক্ষেত্রে বিভাগ কোনো ফ্যাক্ট না। পালি সংস্কৃত থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে কেউ এপ্লাই করতে পারবে। 


এই মুহুর্তে তিনটা কোম্পানীর সার্কুলার চলে, এস জি এফ এল, বিজিএফসি এল, আর তিতাস। এস জি এফ এল এ আপনাকে আজীবনের জন্য সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে পরে থাকার মনোভাব নিয়ে এপ্লাই করতে হবে। বিজিএফসিলের ক্ষেত্রে সারাজীবন বিবাড়িয়াতে। তিতাস ডিস্ট্রিবিউশনে গেলে, তার আওতাধীন যে কোন যায়গাতে পোস্টিং হতে পারে। তিনটা জবই ইকুয়াল৷ জাস্ট আগের দুইজন প্রোডাকশন কোম্পানী আর তিতাস ডিস্ট্রিবিউশন। 

জবের পরিবেশ একদম হাই ফরমাল, মাল্টিন্যাশনাল টাইপ থেকে শুরু করে গ্রামের পুরাতন পোস্ট অফিস টিম টিমে বাতিতে চলে এমন যে কোনো টাইপ পেতে পারেন, কোম্পানী টু কোম্পানী, কিংবা পোস্টিং টু পোস্টিং ভেদে। 


জবের প্রেশারটাও ভ্যারি করে। রিলাক্স টাইম যেমন পাবেন প্রেশার ও তাই! ফিল্ডে না গেলে, জবটা তেমন চ্যালেঞ্জিং নাও লাগতে পারে। 

এই কোম্পানী গুলা দেশের আর দশটা প্রতিষ্ঠানের মতোই। যেহেতু স্বায়ত্তশাসিত, তাই সরকারী এবং প্রাইভেট ধুমায়ে দুইটার ফিলিংস ও পাবেন। বলতে পারেন এক টিকেটে দুই ছবি। 



إرسال تعليق (0)
أحدث أقدم