বিসিএস গাইডলাইন: শেষ সময়ে ৪৬ তম বিসিএস প্রস্তুতি: BCS guidelines

৪৬ তম বিসিএস গাইডলাইন: 

প্রস্তুতির শুরুতে অবশ্যই বিসিএস বিগত প্রশ্ন ১০-৪৬ তম ও নন ক্যাডার বিগত প্রশ্ন (২০২২-২০২৫) ভাল করে দেখে যাবেন যেন কোন ভাবেই ভুল না হয়। শেষ কয়েকদিন গণিত সূত্র, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য ও আপনি যা আন্ডারলাইন করে পড়েছেন তা রিভিউ করে যাবেন। সবশেষে একটি কথা মাথায় রাখুন বিসিএস শুধুই একটি চাকরি মাত্র আর কিছুই না। হ্যা এটা ঠিক যে বিসিএস ক্যাডার হতে পারলে অনেক সম্মান পাবেন ও সুনিশ্চিত ভবিষ্যত আছে।তারমানে এই নয় যে এর জন্য উদ্বিগ্ন হয়ে নিজের জীবন দিয়ে দিতে হবে। পরীক্ষার চিন্তায় অনেকের হার্টে সমস্যা হয়। আপনি আপনার মত করে সর্বোচ্চ চেষ্টা করে যান বাকিটা উপরওয়ালার ইচ্ছা। মনে রাখবেন বেশি চিন্তা করলে হীতে বিপরীত হবে।

সুতরাং চাপমুক্ত থাকুন,পরীক্ষার আগের দিন বেশি পড়বেন না, আপাতত রাত না জেগে দ্রুত ঘুমানোর অভ্যাস করতে পারেন। #এডমিট_কার্ড, ম্যাটাডোর অলটাইম কলম বা অন্য কলম ২/৩ টা আগে থেকে একটা ফাইলে ঘুছিয়ে নিন।

পরীক্ষার হলে চাপমুক্ত থাকুন ও প্রশ্ন  সহজ না কঠিন তা বোঝে সর্বোচ্চ ১৫০ টা প্রশ্ন উত্তর করবেন। মডেল টেস্টে নাম্বার খুব বেশি না আসলেও ভয়ের কিছু নেই, অনেকে মডেল টেস্ট ভাল করে না কিন্তু প্রিলি পাস আবার মডেল টেস্টে কোচিং এ প্রথম হয়েও প্রিলি ফেইল করেছে।

প্রথমে বাংলা, সাধারণ জ্ঞান,ভুগোল,ইংরেজি...এভাবে সবার উত্তর করতে পারেন,  শেষে গণিত ও যে প্রশ্নগুলো কনফিউশান ছিল তা উত্তর করবেন। শুরুতে ৫/৬ টা প্রশ্ন না পারলেও ঘাবড়ানো যাবে না,তাহলেই শেষ কারণ এতে পারা প্রশ্ন ভুল হবে। নিজের স্ট্রং জোন দিয়ে উত্তর শুরু করতে পারেন। না জেনে অনুমান নির্ভর উত্তর করবেন না।মোট কতটা প্রশ্ন উত্তর করলেন তা হিসাব করে নিবেন যে আরও প্রশ্ন উত্তর করবেন কিনা।একটানা ১৩০+ প্রশ্ন উত্তর করতে পারলে ধরে নিবেন আপনার পরীক্ষা খুব ভাল হয়েছে। গণিত বাদে ১২০+ প্রশ্ন ব্রেক না দিয়ে, কনফিউশান ছাড়া উত্তর করতে পারা মানে আপনি ভাল অবস্থানে আছেন।তারপর ভেবে চিন্তে কনফিউশান প্রশ্ন (৫০/৫০) কিছু উত্তর করতে পারেন যদি প্রয়োজন হয়।কোনভাবেই সব প্রশ্ন উত্তর করার মানসিকতা রাখবেন না। পরীক্ষার হলেই আমার হবে না এরকম ধরে নিবেন না কারণ কাট মার্ক্স কত হবে তা কেউই জানে না।তাই আপনি সর্বোচ্চ ভাল পরীক্ষা দিয়ে আসুন।

ভয় পাবেন না,আপাতত মডেল টেস্ট কম দিয়ে রিভিশন করুন। মোবাইল বন্ধ করে পড়াশোনা করুন। ইন শা আল্লাহ সফলতা আপনারই। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। 


إرسال تعليق (0)
أحدث أقدم