বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক এর প্রস্তুতি: কম সময়ে কেমন হবে আপনার প্রস্তুতি:
বর্তমান সময়ে জব সিকারদের লোভনীয় অফার হলো বাংলাদেশ ব্যাংকে সহকারি পরিচালক পদে যোগদান করা। যেহেতু প্রতিবছর এই পদে ১০০-১৫০ জন নিয়োগপ্রাপ্ত হয়, তাই বোঝাই যাচ্ছে এই পোস্টের জন্য কি পরিমাণ ফাইট করতে হয়। তবে সঠিক গাইডলাইন ও নিয়মিত প্লান করে অধ্যাবসায় করলে এই পোস্টে নিজে দেখা সম্ভব।
আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো বাংলাদেশ ব্যাংক এডির বাংলা অংশের প্রস্তুতি নিয়ে।
ব্যাংক সহকারী পরিচালকসহ যে কোন পরীক্ষার জন্য নিচের প্ল্যানটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিলি পরীক্ষার জন্য আপনাকে ৩ ধাপে পড়তে হবে।
- যেকোন একটি ব্যাংক জব প্রস্তুতির বই নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান।
- সিলেক্টেড অধ্যায় ভিত্তিক পড়াশোনা।
- Faculty-র প্রশ্ন সমাধান।
বাংলাদেশ ব্যাংকের বিগত বছরগুলোর প্রশ্ন সমাধানঃ
যেহেতু আপনি ব্যাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন, তাই ব্যাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক, অফিসার, ক্যাশ পোস্টের প্রশ্ন ক্যাটাগরি কেমন ছিল এবং কতটা কঠিন বা Standard ছিল, তা জানার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক নিয়োগ গাইড নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিগত বছরগুলোর প্রশ্ন অনুশীলন করবেন। ২০০১ থেকে আপটু পর্যন্ত সমাধান করলেই চলবে।
কেমন হবে বাংলা প্রস্তুতি:
ব্যাংক জব পরীক্ষায় সবচেয়ে কঠিন এবং নতুন নতুন প্রশ্নের মুখোমুখি হবেন আপনি বাংলায়। তবে একটু কৌশলী হলেই যত কঠিন প্রশ্নই হোক না কেন আপনি একটি ভালো মার্ক পেয়ে যাবেন। কিছু অধ্যায় থেকে ব্যাংকে ও অন্যান্য জব পরীক্ষায় ৭/৮ টি প্রশ্ন অবশ্যই থাকে। যেমন
- সন্ধি
- সমার্থক শব্দ
- বিপরীত শব্দ
- বাগধারা ও প্রবাদ-প্রবচন
- এক কথায় প্রকাশ
- পরিভাষা
- বানান শুদ্ধি
- বাক্য
- সমাস
- শব্দ
উপরোক্ত অধ্যায় গুলো আপনি বারংবার পড়লেই ২০ টি প্রশ্নের কমপক্ষে ৮/১০ টি প্রশ্ন কমন পেয়ে যাবেন।
বাকি ১০/১২ টি প্রশ্ন সাহিত্যে বা ব্যাকারণের অন্যান্য অংশ হতে করা হয়।
সাহিত্যের জন্য নিচের টপিকগুলো বেশি বেশি করে পড়বেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর/রবীন্দ্রনাথ ঠাকুর/কাজী নজরুল ইসলাম/ জসীম উদদ্দীন/ শামসুর রহমান/বেগম রোকেয়া/মাইকেল মধুসূদন দত্ত/ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়/মীর মোশাররফ হোসেন/ জীবনানন্দ দাশ/হাসান হাফিজুর রহমান/সেলিম আল দীন/শওকত ওসমান/ হুমায়ুন আহমেদ/ নির্মলেন্দু গুণ/ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পত্রিকা বিষয়ক প্রশ্ন:
ভাষা বিষয়ক সমালোচনা গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ
আশা করি এভাবে পড়লে আপনি বাংলা অংশের প্রিলি বেশ ভালো ধারণা পাবেন এবং আপনার প্রস্তুতি নিতে অনেক সহজ হবে।