Focus Writing For Bank. ফোকাস রাইটিং pdf

বর্তমান সময়ে ব্যাংক লিখিত পরীক্ষায় অন্যতম দুইটি টপিক বাংলা ফোকাস রাইটিং এবং ইংরেজি ফোকাস রাইটিং। কেননা সরকারি বা বেসরকারি কিংবা বাংলাদেশ ব্যাংক সহকারি পরিচালক নিয়োগে বাংলা ও ইংরেজি ফোকাস রাইটিং অবশ্যই থাকে। যেখানে সমন্বিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়োগে উক্ত সেকশনে কমপক্ষে ৪০-৫০ নম্বর বরাদ্দ থাকে। তাই ব্যাংক চাকুরী পেতে উক্ত টপিকে ভালো করার কোন বিকল্প নেই।

আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো ফোকাস রাইটিং প্রস্তুতির কৌশল নিয়ে। পরীক্ষার হলে ভালো করতে আজই নিজেকে নিন্মোক্ত উপায়ে শাণিত করুন। পাশাপাশি নিজেকে ব্যাংক চাকুরী পাওয়ার দৌড়ে এগিয়ে রাখুন।


প্রথম কাজ, যেটা আপনি প্রস্তুতির প্রারম্ভে করবেন: ফোকাস রাইটিং লেখার নিয়ম:

প্রথমেই গুরুত্বপূর্ণ ফোকাস গুলোর একটি তালিকা খাতায় লিপিবদ্ধ করবেন। বিভিন্ন ফোকাস ম্যাটেরিয়াল সংগ্রহ করবেন, এক্ষেত্রে কোন প্রকার কার্পণ্য করবেন না।


দ্বিতীয় কাজ, যেখানে গভীর মনোনিবেশ করা একান্ত জরুরী:

বিভিন্ন ডাটা, টেবিল , চার্ট, সুবিধা/অসুবিধা, পজিটিভ/ নেগেটিভ সাইড নিজ হাতে নোট করবেন । অর্থাৎ ফোকাস ম্যাটেরিয়াল থেকে সাহায্য নিয়ে নিজের মত করে সবকিছু গুছিয়ে রাখবেন।


পরীক্ষার হলে আমাদের সমস্যা ও তার প্রতিকার:

 পরীক্ষায় সবচেয়ে বড় সমস্যা দেখা যায়, শুরুতে কি লিখব বা কিভাবে শুরু করা উচিত এই নিয়ে দ্বিধায় পরে যান, তাই পরীক্ষার হলে না, এসব ভাবনা বাসায় বসে ঠিক করে নিতে হবে। অর্থাৎ, একটা মান সম্মত প্লানিং বাসায় ঠিক করে নিয়ে ওসব রেগুলার লিখে অনুশীলন করবেন । তাহলে টাইম ম্যানেজমেন্ট ও ভাল মেইন্টেইন করতে পারবেন । 


কিছু উদাহরণ ও তার নমুনা: সাম্প্রতিক ফোকাস রাইটিং:

ব্যাংক রিলেটেড ফোকাস, বাংলাদেশের অর্থনীতি, সরকারের বিভিন্ন অর্জন, মেগা প্রজেক্ট, বৈশ্বিক রাজনীতি, ইন্টারনেট, টেকনোলজি, সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থনীতিতে বিভিন্ন জিনিসের ভূমিকা  ইত্যাদি ফোকাস সহ আপনার তালিকাকৃত অন্যান্য ফোকাস গুলো শুরুতে , শেষে এবং মাঝের অংশে কিভাবে কি কি লিখবেন বা ডাটা , চার্ট, টেবিল গুলো কিভাবে সাজানো যায় তা প্লানিং করে রেগুলার অনুশীলন করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার প্রস্তুতি সহজ হয়ে যাচ্ছে।


অজানা ফোকাসে আপনার ভাবনা:

পরীক্ষায় দেখা গুলো আপনার তালিকাকৃত ফোকাসের বাহিরে ব্যতিক্রম কোন ফোকাস এসেছে, তখন কি করবেন? কখনো ঘাবড়ে যাবেন না, এক্ষেত্রে একটু কৌশলী হলেই খুব সুন্দর ভাবে লিখে আসতে পারবেন । যেহেতু আপনি রিলেটেড টপিকস্ সম্পর্কে আইডিয়া নিয়ে রেখেছেন সেহেতু সেই আলোকেই পজিটিভ নেগেটিভ সাইডসহ লিখে আসবেন । ভুল করেও কোন অংশ স্কিপ করা যাবে না। 

إرسال تعليق (0)
أحدث أقدم