Bank Job Syllabus

Bank Job Syllabus

▪️Math ▪️

>> প্রতিদিন ২৫/৩০ টা ম্যাথ করতে হবে।

যারা একেবারেই নতুন তারা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আগে সমাধান করবেন।

প্রিভিয়াস ইয়ার ম্যাথ সমাধানের পর,  যদি বেসিক ভালো থাকে তাহলে আগারওয়াল স্যার এর বইটি চ্যাপ্টার বেইজড অনুশীলন  শুরু করতে পারেন।

পাশাপাশি A Faculty Based Bank Written Math by Md. Yousuf Ali ভাইয়ের ম্যাথ বইটি থেকে প্রতিদিন ৫ টি করে বিগত সালের প্রশ্ন সমাধান করবেন।

( এই বইটি পুরুটা একবার শেষ করতে পারলে নিজের কনফিডেন্স লেভেল অনেকগুণে বেড়ে যাবে)

প্রতিদিন গ্রুপে নিয়মিত ম্যাথ অনুশীলন করতে হবে। গ্রুপে সারাক্ষণ না থেকে একটা নির্দিষ্ট সময় করে ৩০ মিনিট/১ ঘণ্টা সময় দিলেই এনাফ।

Math এর জন্য যে বই করতে পারেন:

1)  Khairuls' Bank Math MCQ ( Previous Bank Quetions with Chapter Based)

2) A Complete Faculty Based Bank Written -by Md. Yousuf Ali

3) Quantative Aptitude - by Dr. R.S Aggarwal 

(English Version Book)

Quantative Aptitute  এর কিছু সিলেক্টেড চেপটার দেয়া হলোঃ

1) Number System***

2) Problems Of Numbers***

3) Average***

4) Problems of Ages

5) Percentage ***

6) Profit and Loss***

7) Ratio and Proportion

8) Parnership

9) Pipe and Cistern

10) Time and Work ***

11) Time and Distance

12)  Boats and Stream

13) Trains


14)Mixture ***


15) SI+CI***


16) Volume and Surface Area

17) Probability 

18) Simplification***


#নবম-দশম শ্রণির সাধারণ গণিত বইয়ের চ্যাপ্টারঃ


1) Logarithm (৪.১,৪.২)***

2) Algebra (৩ ১,৩.২, ১১.১,১১.২,১৩.১,১৩.২)***

3) others chapter: (৩.৫ + উদাহরণ),( ৫.১+উদাহরণ), (৫.২+উদাহরণ)


4) পরিমিতি (১৬.১ -১৬.৪)


৫) ত্রিকোনমিতি (৯.১,৯.২,১০ম অধ্যায়)


৬) নবম-দশম শ্রেণির উচ্চতর গনিত ( ঘণ জ্যামিতি)


===========================================

 ◾ English: ◾

=============


>> প্রথমেই বিগত সালের প্রশ্ন সমাধান। 


যা যা মূখস্থ করতে হবেঃ


>> Spelling 


>> One Word 


>>  Synonym 


>> Antonym


>> Idiom and Phrases 


>> Analogy 


>> Preposition 


>> Group Verb


(Book :  Competitive Exam/  Master English / Examveda)


 ◾ Grammar Part:◾

  ============


>> Voice


>> Narration 


>> Number


>> Noun 


>> Adjective


>> Adverb 


>> Determiners and Article 


>> Infinitive and Gerund


>> Participle


>> Clause and Phrases 


>> Sub - Verb - Agreement 


>> Gender


(Book: Cliffs Toefl,  Examveda, Competitive exam/Master English)


◾◾Vocabulary : Arifur Rahman Bank Vocabulary 


  (যাদের সময় আছে তারা এইটা দিয়ে শুরু করেন Word smart 1 and 2, ) 


#ইদানিং ব্যাংক পরীক্ষায় ইংরেজি লিটারেচার ২/১ আসেঃ

যা যা পড়তে পারেনঃ

1) Shakespeare 

2) John keats

3) Jane Austen

4) S.T. Coleridge 

5) P.B Shelley

6) Christopher Marlow 

7) Ben Jonson

8) Charles Dickens 

9) John Milton 

10) W.B Yeats

11) T.S Eliot

12) Alfred Tennyson

14) Robert Browning 

15) H.B Shaw

16) Ernest Hemingway 

17) Jonathan Swift

18) William Wordsworth 

( CTI প্রশ্ন করলে লিটারেচার দেয়, অন্য ফ্যাকাল্টির জন্য দরকার নাই) 

=======================================

  ◾বাংলা ◾


>> বিগত সালের প্রশ্ন সমাধান।


>>  যা যা পড়তে।


>> বানান


>> প্রমিত উচ্চারণ 


>> বাগধারা 


>> সমার্থক শব্দ


>> এক কথায় প্রকাশ


>> বিপরীত শব্দ


>> পারিভাষিক শব্দ


🔶ব্যাকরণঃ

=========

>> সন্ধি***


>> উপসর্গ***


>> সমাস***


>> কারক ও বিভক্তি ***


>> প্রকৃতি প্রত্যয় ***


>> দ্বিরুক্তি শব্দ ***


>> ধাতু


>> ভাষা ও শব্দ ***


>> ন-ত্ব ও ষ-ত্ব বিধান ***


>> পুরুষ ও স্ত্রীবাচক শব্দ


>> সংখ্যাবাচক শব্দ


>> বচন


>> পদাশ্রিত নির্দেশক


>> পদ প্রকরণ


>> বাচ্য ও বাচ্য পরিবর্তন ***


>> যতি বা ছেদ চিহ্নের রিখন


>> ধ্বনিতত্ত্ব ***


>> ধ্বনির পরিবর্তন ***


>> অনুসর্গ বা কর্মপ্রবচনীয়


>> শব্দের শ্রেণিবিভাগ ***


>> বাংলা অনুজ্ঞা 


>> বাক্য প্রকরণ


(বইঃ mp3 জর্জ , জিজ্ঞাসা,নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই)


==========================================

◾Computer ◾


Books

=====

>> Previous year questions


>> Examveda


>> Easy Computer(MP3)


=========================================


◾  GK ◾


>> MP3 George's BA + IA


>> Current Affairs + Smd Kabir Hossain ভাইয়ের  পত্রিকা থেকে প্রতিদিেরন জিকে পোস্টগুলো পড়া)

>> বাংলাদেশ  অর্থনৈতিক সমীক্ষা 

=========================================

 ◾◾Bank Written ◾◾


#রিটেনের জন্য যা যা করতে হবেঃ

রিটেনের জন্য Focus Writing and Bank Written Supplement by - Md Yousuf Ali 

বইটি আমার কাছে ভালো লেগেছে। 


>> প্রতিদিন বিগত সালের অনুবাদ অনুলীলন 

B2E ১ টা,  E2B ১টা


>> প্রথম আলো পত্রিকা ঃ সম্পাদীয় ৫ লাইন।


>> The Daily Star : Editorial 5 lines.


>> প্রতিদিন পত্রিকা থেকে ফোকাসের জন্য ডাটা কলেকশন। 

 

========================================

(বিঃদ্রঃ  উপরের  সাজেশনটি বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে, আমার নিজের মতো করে সাজিয়েছি। কারো ভিন্ন মত থাকতে পারে। যাদের ভালো লাগবে তারা গ্রহণ করবেন, আর যাদের ভালো না লাগবে তারা এড়িয়ে চলুন।

2 تعليقات

إرسال تعليق
أحدث أقدم