ব্যাংকের প্রিলিমিনারি/এমসিকিউ প্রস্তুুতি
আপনার জানেন যে, বর্তমান সময়ে সরকারি/বেসরকারি চাকুরী পাওয়া সোনার হরিন পাওয়ার মতো। ব্যাপক প্রতিযোগিতার মাধ্যমে একটি চাকুরি পাওয়াই দুঃসাধ্য ব্যাপার। সরকারি বা বেসরকারি যেকোন চাকুরি পাওয়ার আশায় পরীক্ষার্থীরা ব্যাপক প্রতিযোগীতার সম্মুখীন হয়। যার প্রথম ধাপ হলো প্রিলিমিনারি বা এমসিকিউ। যেখানে সামান্য ভুলের জন্য অনেক বাঘা বাঘা পরীক্ষার্থীও বাদ পড়ে যায়। তাই এটাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। ২০২৩ সালের ন্যায় ২০২৪ সালেও বিপুল সংখ্যক ব্যাংক নিয়োগ পরীক্ষার সম্ভাবনা রয়েছে।
বাংলাঃ
ব্যাংক জব পরীক্ষায় সবচেয়ে কঠিন এবং নতুন নতুন প্রশ্নের মুখোমুখি হবেন আপনি বাংলায়। তবে একটু কৌশলী হলেই যত কঠিন প্রশ্নই হোক না কেন আপনি একটি ভালো মার্ক পেয়ে যাবেন। কিছু অধ্যায় থেকে ব্যাংকে ও অন্যান্য জব পরীক্ষায় ৭/৮ টি প্রশ্ন অবশ্যই থাকে। যেমন
- সন্ধি
- সমার্থক শব্দ
- বিপরীত শব্দ
- বাগধারা ও প্রবাদ-প্রবচন
- এক কথায় প্রকাশ
- পরিভাষা
- বানান শুদ্ধি
- বাক্য
- সমাস
- শব্দ
উপরোক্ত অধ্যায় গুলো আপনি বারংবার পড়লেই ২০ টি প্রশ্নের কমপক্ষে ৮/১০ টি প্রশ্ন কমন পেয়ে যাবেন আশাকরি।
বাকি ১০/১২ টি প্রশ্ন সাহিত্যে বা ব্যাকারণের অন্যান্য অংশ হতে করা হয়।
সাহিত্যের জন্য নিচের টপিকগুলো বেশি বেশি করে পড়বেন।
- ১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ২. রবীন্দ্রনাথ ঠাকুর
- ৩. কাজী নজরুল ইসলাম
- ৪. জসীম উদদ্দীন
- ৫. শামসুর রহমান
- ৬. বেগম রোকেয়া
- ৭. প্রমথ চৌধুরী
- ৮. মাইকেল মধুসূদন দত্ত
- ৯. দীনবন্ধু মিত্র
- ১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ১১. মীর মোশাররফ হোসেন
- ১২. জীবনানন্দ দাশ
- ১৩. হাসান হাফিজুর রহমান
- ১৪. সেলিম আল দীন
- ১৫. শওকত ওসমান
- ১৬. হুমায়ুন অাহমেদ
- ১৭. নির্মলেন্দু গুণ
- ১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ১৯. পত্রিকা বিষয়ক প্রশ্ন
- ২০. ভাষা বিষয়ক সমালোচনা গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ
- ২১. প্রাচীন যুগ- চর্যাপদ
- ২২. মধ্যযুগ-
- শ্রীকৃষ্ণকীর্তন, পদাবলী, লোকসাহিত্য
- আরাকান রাজসভায় বাংলা সাহিত্য
কী বই পড়বেনঃ
বাজারে বাংলার জন্য অনেক ভালো বই রয়েছে। আপনি যথেষ্ট মেধাবী ও সচেতন তাই লাইব্রেরীতে গিয়ে কয়েকটি বই দেখলেই বুঝতে পারবেন কোনটি ভালো বা আপনারা মনমতো।
গনিতঃ
এমসিকিউ বা লিখিত পরীক্ষা যাই হোক না কেন আপনার পরীক্ষায় টিকার জন্য পার্থক্য গড়ে দিবে গনিত। বর্তমান সমসাময়িক পরীক্ষাগুলো প্রায় ৮০ প্রশ্নের মধ্যে ২০-২৫ টি প্রশ্নই হয়ে থাকে অংক।
এমসিকিউ অংকের জন্য কী কী বই পড়বো।
যাদের ব্যাসিক দুর্বল তারা প্রথমে
- .Dr.Md.Shahnewaz Hossain George এর Math Review বইটি।
- ৮ম-১০ম Class এর বই
- গনিত স্পেশাল প্রফেসর'স
- ৮ম - ১০ম শ্রেণীর বোর্ড বই।
যারা Advance Level এর তারা
- Bank Math Review/ Saifur's Math
- Quantitative Aptitude By Dr. R.S.AGGARWAL (Long Time Preparation এর জন্য)
- এছাড়াও বিগত বছরের জব পরীক্ষার অংকগুলো বার বার অনুশীলন করা।
ইংরেজি:
ব্যাংক/বিসিএস বা অন্য যেকোন পরীক্ষায় ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ তা আপনি কয়েকটি পরীক্ষা দিলেই অনুধাবন করতে পারবেন। আপনি যদি ইংরেজিতে দক্ষ হন তাহলে এমসিকিউ বা লিখিত পরীক্ষায় আপনি অন্যদের চেয়ে বহুগুণে এগিয়ে থাকবেন। এ বিষয়ে আপনাকে ভালো করতে হলে প্রথমে অবশ্যই ভোকাবুলারি নখদর্পনে রাখতে হবে।
- প্রথমে Saifur's Student Vocabulary ৩/৪ বার পড়া [প্রতিদিন ১০/১৫ টি Root Word এর বাংলা অর্থ এবং এর সাথে Synonyms and Antonyms]
- GRE ৩৩৩ টি Root Word [যা আপনি বিসিবি পেজের ফাইল সেকশনে পাবেন ]
- one plus publication এর Competitive Exams Vocabulary পড়তে হবে।
Analogy জন্য
- বিগত বছরের Questions Bank গুলো খুব ভালো করে অনুশীলন করুন।
- One Word Substations
- এর জন্য ছোট Saifur's এর বইটি + Indiabix এবং বিগত বছরের প্রশ্ন গুলো
Idioms and Phrases এর জন্য বিগত বছরর Bank/BCS এর প্রশ্ন গুলো সাথে Indiabix, Examveda প্রশ্ন
গুলো ভালো করে পড়া
ইংরেজিতে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে, তা আপনি টপিক ওয়াইজ যেকোনো বই থেকে পড়তে পারেন।