Private Bank Job Preparation (প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি)

যেকোন  যেকোন প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি ও মানবন্টন। 

এক্সাম টেকার যদি আইবিএ হয়:

কি পড়বেন?

কিভাবে পড়বেন?

পরীক্ষার ধরন : প্রিলি+রিটেন। সময় ১.৫ ঘণ্টা।

(সাধারণত প্রিলি ৬০+ রিটেন ৪০,  একটু ব্যতিক্রম (১  ঘণ্টার পরীক্ষাও) হতে পারে। Private Bank Job Preparation প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি

যেহেতু অনেকের ড্রীম জব প্রাইভেট ব্যাংকের এমটিও বা প্রবেশনারী অফিসার, তাই এসব পরীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াই হয় এটা সহজেই বোঝা যাচ্ছে।

Private Bank Job Preparation Book, Private Bank Job Preparation Book in Bangladesh, Bank Job Preparation in Bangladesh,  Private Bank Job Syllabus, How do I prepare for a private bank? How do I prepare for banking, Which is the best for job private?

প্রস্তুতির শুরুতেই আপনি  দেরী না করে বাজারের আপডেট যেকোন প্রকাশনীর, যেটা আপনার নির্ভুল মনে হয়, একটা IBA জব সলিশন কিনে বিগত IBA এর সব এমসিকিউ মুখস্থ করে ফেলুন। দেখা গেছে ইংরেজি বা ম্যাথ এমসিকিউ বেশ রিপিট হয়।

ইংরেজির জন্য বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক লাইন বাই লাইন পড়ুন। IBA ইংরেজি থেকে  Synonym, Antonym, Misspell word, One word substitution, Analogy, Pin point error, Fill in the blanks with two sentence বেশি দিয়ে থাকে। তাই এসব অধ্যায়ের বেশি বেশি করে জোর দিন।

গণিতের জন্য Profit and Loss, Time and Distance, Time and Work, Pipes and Cisterns, Average, Problem of ages, Problem of trains, Ratio,  Boat and Streams, Permutation and Combination, Algebra, Mensuration এসব অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথ ভালো করে অনুশীলন করুন।

বাংলা আসার চান্স খুবই কম। শুধু বিগত সব প্রশ্ন পড়ে নিন।

খুবই গুরুত্বপূর্ণ পার্ট জিকে। এই অংশ থেকে এমসিকিউ ও রিটেন উভয় পার্ট থেকে প্রশ্ন হয়। যাদের বিসিএস কেন্দ্রিক জিকের প্রস্তুতি আছে তারা বেশ এগিয়ে থাকবেন। বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি, খেলাধুলা,  রেমিট্যান্স, ডেঙ্গু, ইসরাইল ও ফিলিস্তিন ইস্যুসহ বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু, সদর দপ্তর, শেয়ার বাজার, মুদ্রানীতি, বাজেট, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রেট, খেলাধুলা, বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার, সরকারের বিভিন্ন পদবী অর্জন, সরকারের মেগা প্রজেক্ট ও উন্নয়ন ইত্যাদি নোট করে পড়ে নিবেন। 

লিখিত ম্যাথের জন্য প্রিলির টপিক যথেষ্ঠ। তবে আপনাকে অবশ্যই বিগত IBA নেয়া সব রিটেন ম্যাথ সমাধান কমপক্ষে ২/৩ বার অনুশীলন করতেই হবে।

আপডেট ফোকাস রাইটিং থাকবে। সাথে ট্রান্সলেশন বা বিজনেস লেটার থাকতে পারে এসব অনুশীলন করে যাবেন। ওভার অল ১.৫ বা ১ ঘণ্টায় আপনাকে নির্ভুল লেখার সাথে সাথে পূর্ণাঙ্গ উত্তর করতে হবে।

বুক রেফারেন্স হিসেবে পড়তে পারেন--

প্রিলি

1) Bank Recruitment Guide Vol-I &II

2) Competitive Vocabulary by One Plus Publication

3)  Objective BIBM Question  Bank by One Plus Publication  এর শুধু প্রাইভেট ব্যাংক সমাধান

4) বিষয়ভিত্তিক বই।

         5) Current Affairs 

লিখিত:

        1) A Complete Faculty Based Bank Written Math by One Plus Publication

        2) Bank Written GK by One Plus Publication

        অথবা আপনার টেবিলে যেই বই আছে সেই বইগুলো পড়ুন।

إرسال تعليق (0)
أحدث أقدم