ব্যাংক লিখিত প্রস্তুতি (Bank Written Preparation) কোথায় আপনার ঘাটতি

ব্যাংক লিখিত প্রস্তুতি (Bank Written Preparation) কোথায় আপনার ঘাটতি?

আমরা সবাই চাই ব্যাংক চাকুরীটা আমার হয়ে যাক। বেশির ভাগ শিক্ষার্থী প্রিলি পাশ করে বেশ তুষ্ট হয়ে যায়। তবে ব্যাংক চাকুরী নামক সোনার হরিণটা পাওয়ার তুরুপ কার্ড হলো লিখিত পরীক্ষায় ভালো করা। আজকে আমরা আলোচনা করবো ব্যাংক লিখিত পরীক্ষার ম্যাথে কিভাবে ভালো করবেন:

যারা প্রিলি নিয়ে মোটামুটি আত্মবিশ্বাসী তারা রিটেন প্রস্তুতির ব্যাপারে নিম্নলিখিত কৌশলগুলো দেখতে পারেন । কেননা ব্যাংক জব প্রাপ্তিতে রিটেন মার্কস ই মূল ভূমিকা রাখে 

ব্যাংক জব প্রাপ্তিতে গণিত অংশকে হৃৎপিণ্ডের সাথে তুলনা করা হয় । তাই এই অংশ যত ভাল করবেন হাজার হাজার ক্যাণ্ডিডেটকে তত সহজে পিছনে ফেলতে পারবেন । যারা মনে করেন গণিত এর বেস ভাল না তারা আসলে ভুলের মধ্যে আছেন। কারণ গণিত হল চর্চার ব্যাপার স্যাপার, যে যত বেশি প্র্যাক্টিস করবে সে তত বেশি এক্সপার্ট হবে (এক্সর্টা অর্ডিনারি পার্সনদের কথা বাদ দিয়ে জীবন পরিচালনা করবেন)।

  •  প্রথমত, বিগত সালের সব ফ্যাকাল্টির ব্যাংক লিখিত পরীক্ষার প্রশ্নের ম্যাথ গুলো স্টেপ বাই স্টেপ অনুশীলন করতেই থাকুন। তবে বুঝে বুঝে প্রতিটি ম্যাথ করবেন। এর পাশাপাশি প্রতিদিন লাঞ্চের পর অথবা ঘুমানোর পূর্বে একটি করে রিটেন সলভ্ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। সাথে সরকারি ও প্রাইভেট ব্যাংক প্রস্তুুতির রিটেন ম্যাথ ক্রমান্বয়ে অনুশীলন করবেন।
  •  চ্যাপ্টার ভিত্তিক কিছু কিছু ম্যাথ অবশ্যই পেয়ে থাকবেন যেগুলো বার বার দেখতে হয় সেসব বিশেষ ভাবে মার্ক করে রাখবেন যেন রিভিশন দিতে সুবিধা হয় । তবে সবসময় ভাববেন না ব্যাংকে কঠিন কঠিন ম্যাথ আসবে । তাই সহজ কঠিন মিলিয়ে প্রস্তুতি গ্রহণ করবেন ।
  • যদি Bank Witten Preparation Book এর একাধিক রাইটার এর বই সংগ্রহ থাকলে সেক্ষেত্রে সেম চ্যাপ্টার এর ম্যাথ এক সাথে দেখার অভ্যাস করার চেষ্টা করবেন। এতে ম্যাথ এর দক্ষতা বৃদ্ধি পায় । 
  • ফেসবুকে বিভিন্ন গ্রুপে ম্যাথ দেয়া হয়, দিনের একটা সময় অনলাইনে এসে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন অথবা ম্যাথ গুলো রেগুলার নোট খাতায় সংগ্রহ করবেন । 
  • চ্যাপ্টার ভিত্তিক যে কোন Bank Written book যত দ্রুত আয়ত্ত করতে পারবেন তত বেশি ফ্যাকাল্টি টাইপ ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন ।
  • ম্যাথের ব্যাপারে একটু ফ্যাস্টিডিয়াস বা ক্রেজি হলেও হতে পারেন- বিভিন্ন বই/ ওয়েবসাইট/ নেট/ গ্রুপ যেখানেই ম্যাথ দেখবেন একটু ট্রেসপাস টাইপ বিহেভ করবেন অর্থাৎ নাক গলানোর চেষ্টা করবেন । 


إرسال تعليق (0)
أحدث أقدم