বেসরকারি শিক্ষক নিবন্ধন

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা বর্তমান সময়ে বেশ কম্পিটিটিভ হয়। যাদের শুধু দরকার একটি চাকুরী বা যাদের বয়স ত্রিশ বছরের উর্ধে তাদের প্রথম পছন্দ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে যেকোন বেসরকারি স্কুল বা কলেজে শিক্ষকতা করা। আজকের আর্টিকেলটি তাদের জন্য খুবই গুরুত্ব বহন করবে।

বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিঃ
 NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২টি পর্যায়ে হয়ে থাকে। একটি স্কুল পর্যায়ে অন্যটি কলেজ পর্যায়ে।


পরীক্ষার ধাপসমূহ:

এই শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে। প্রিলি, রিটেন  ও মৌখিক পরীক্ষা হয়।


NTRCA Syllabus : এনটিআরসিএ সিলেবাস:

প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিতে ৪০% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়। পরবর্তীতে পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।




কখন পাবেন শিক্ষক নিবন্ধন সনদ:

চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়। পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে। প্রার্থীর এই সনদের মেয়াদ আজীবন থাকবে।


Marks distribution of NRTCA:শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টন

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টন দেখে নেয়া যাক।

  1. বাংলা    ২৫ নম্বর
  2. ইংরেজি  ২৫ নম্বর
  3. গণিত  ২৫ নম্বর
  4. সাধারণ জ্ঞান ২৫ নম্বর 
  5. মোট - ১০০ নম্বর


এনটিআরসিএ পরীক্ষার ধরণ:

বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সময় থাকে ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ করে কাটা হবে।

প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।


FAQ:

  1. NTRCA কি সরকারি?  উত্তর : না, এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
  2.  কত বছর পর পর শিক্ষক নিবন্ধন নিয়োগ দেয়া হয়? উত্তর : ১.৫ বছর পর পর সার্কুলার দেয়া হয়, তবে সেটা শূণ্যপদের ভিত্তিতে।
  3.  শিক্ষক নিবন্ধনের জন্য কোন বই পড়বো?  উত্তর :বাজারে যেকোন প্রকাশনীর নির্ভুল বই পড়ুন।
  4. শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা কিভাবে হয়? উত্তর: আপনি যে বিষয়ে ঐচ্ছিক পরীক্ষা দিবেন ওই বিষয়ের উপর ৩ ঘণ্টার লিখিত পরীক্ষা হয়।

জবটা যেন আপনার হয়ে যায়। আপনার জন্য শুভকামনা রইল। যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন।



إرسال تعليق (0)
أحدث أقدم