শিক্ষক নিবন্ধন নিয়োগ সিলেবাস ২০২৩

যেকোন চাকুরীর পরীক্ষার জন্য শুধু পড়লেই না হবে। কি পড়বেন, কিভাবে পড়বেন, কোন কোন টপিকস বেশি জোর দিবেন তা যতদিন আপনার বোদগম্য হবে না, চাকুরীর বাজার ততদিন আপনার হবে না। তাই প্রত্যেক নিয়োগ পরীক্ষার মত বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA নিয়োগ পরীক্ষার নির্দিষ্ট সিলেবাস রয়েছে। আপনি যদি সিলেবাস বুঝে মনস্থির করে অধ্যবসায় করেন, সোনার হরিণটি আপনারই হবে।

আজকের আর্টিকেলে আলোচনা করবো বেসরকারি শিক্ষক নিবন্ধন সিলেবাস নিয়ে। সবাই মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন।



শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার সিলেবাস/ NTRCA Syllabus:

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়া খুব বেশি জরুরী। তাই প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার।

এবার তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির সিলেবাসটি এক নজর দেখে নেয়া যাক-


বাংলা – ২৫ নম্বর :

  • ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার 
  • বাগধারা ও বাগবিধি
  • ভুল সংশোধন বা শুদ্ধকরণ
  • যথার্থ অনুবাদ
  • সন্ধি বিচ্ছেদ
  • কারক বিভক্তি
  • সমাস ও প্রত্যয়
  • সমার্থক ও বিপরীতার্থক শব্দ
  • বাক্য সংকোচন
  • লিঙ্গ পরিবর্তন
  • https://www.youtube.com/watch?v=FByLUmrXei8


ইংরেজি – ২৫ নম্বর

  • Sentences
  • Translation from Bengali to English
  • Change of Parts of Speech
  • Right forms of verb
  • Fill in the blanks with appropriate word
  • Transformation of sentences
  • Synonyms & Antonyms
  • Idioms & Phrases
  • এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য  Errors in composition, Identify appropriate title from story or article, Uses of article, appropriate preposition  -এর প্রস্তুতি নিতে হবে।


সাধারণ গণিত – ২৫ নম্বর

  1. পাটিগণিতঃ গড়, ল.সা.গু, গ.সা.গু,  ঐকিক নিয়ম,  লাভ-ক্ষতি,  শতকরা,  সুদকষা, অনুপাত-সমানুপাত।
  2. বীজগণিতঃ উৎপাদক, বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।
  3. জ্যামিতিঃ রেখা, কোণ,ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ 


সাধারণ জ্ঞান-২৫ নম্বর

  1.  বাংলাদেশ সম্পর্কিত বিষয়
  2. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী
  3. বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান
  4. বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস  ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।
  5. আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে। 
  6. এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট),তথ্য যোগাযগ ও প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে।

সবশেষে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে পাস করা খুব একটা কঠিন কাজ নয়। এর জন্য দরকার আপনার মনোবল, পরিশ্রম করার ইচ্ছা ও পরিকল্পিত প্রস্তুতি। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। কোন না কোন চাকরীর পরীক্ষায় তা কাজে লাগবেই।

শিক্ষকতার মত মহৎ পেশায় নিজেকে নিয়োজিত করতে আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।

إرسال تعليق (0)
أحدث أقدم