Global Islami Bank Probationary Officer-2024: Syllabus & Guidelines

ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিঃ

গ্লোবাল ইসলামী ব্যাংক ।

পদ সমূহঃ প্রবেশনারী অফিসার। 

আবেদন শেষঃ ৩০/১১/২০২৩ ।

স্যালারি: ৪৮০০০/= (৫৯৫০০/= আফটার প্রবেশন) 


আবেদন লিংকঃ

https://career.globalislamibankbd.com/


যেকোন ব্যাংকের এন্ট্রি লেভেলের সর্বোচ্চ পোস্ট প্রবেশনারী অফিসার বা এমটিও। এই পোস্টে জয়েন দিলে আপনি এমডি পর্যন্ত হতে পারবেন। আর যদি ব্যাংকটি কোন শরীআহ্ হয়, তাহলে তার মর্যাদা অন্য রকম এবং যে কারোরই পছন্দের তালিকার শীর্ষে থাকবে।

গতবার এই ব্যাংকের একই  নিয়োহের প্রশ্ন FBS করেছিল। এইবারও FBS করার সম্ভাবনা ৯৯%। তাই যারা নিজেকে  ব্যাংকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, সূবর্ণ সুযোগটি লুফে নিন। জাস্ট একটু ট্যাকটিস খাটালে খুব সহজেই ভাইবায় অংশগ্রহণ করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন  পড়ুন।

Global Islami Bank|All Branches Mobile Numbers|গ্লোবাল ইসলামী ব্যাংকের সকল শাখার মোবাইল নম্বর সমূহ


আজকের পোস্টে আমরা গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রবেশনারী অফিসার নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করবো।


কেমন হয় গ্লোবাল ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষা :

১.৫ ঘণ্টার ১০০ নম্বরের পরীক্ষায় (এমসিকিউ ৪০+ লিখিত ৬০) নম্বর থাকতে পারে।

এমসিকিউতে ৩০ নম্বরের উপরে না পেলে রিটেন খাতা দেখবে না। এমসিকিউ+ রিটেন উভয়তে ৭৫+ নম্বর পেলে আপনার জব নিশ্চিত ইনশাআল্লাহ। 


কি পড়বেন, কিভাবে পড়বেন?

  • এফবিএস এর বিগত সব এমসিকিউ প্রশ্ন কমপক্ষে ৩/৪ বার ব্যাখা সহ পড়ুন। এতে আপনি ওভরঅল ধারণা পেয়ে যাবেন।
  • ম্যাথ এর জন্য যেকোন একটি বই থেকে টপিক ধরে ধরে পড়ুন ও ম্যাথ রেনডমলি করার চেষ্টা করুন। এতে করে ম্যাথে আপনার ক্যাচিং পাওয়ার অনেক বেড়ে যাবে।
  • বিজনেস ফ্যাকাল্টির  প্রথম পছন্দ ব্যাংকের সাথে সম্পর্কিত বা ব্যাংকের প্রয়োজন এমন ফোকাস রাইটিং দেওয়া। তাই সূচনা কিভাবে হবে তা প্রাথমিকভাবে ভেবে নিন। যেমন ক্ষুদ্র & মাঝারি শিল্পে বাংলাদেশের ব্যাংকের প্রভাব, এজেন্ট ব্যাংকিং, ইত্যাদি। 
  • আবেদনপত্রে যা রাখবেন যেহেতু ব্যাংক নিয়োগ পরীক্ষা। date, inside address, subject, salutation,  body of the application ( ১ম লাইনে reference to the captioned subject) অবশ্যই রাখবেন। বাকীটা subject বুঝে লিখুন। 
  • ট্রান্সলেশন একটি আসবেই। তাই এতে আলাদা গুরুত্ব দিন
  •  pakmcq অ্যাপস থেকে math & english টাতে পরীক্ষা দিন।
  • রুটিন মাফিক পড়ুন। সাফল্য আপনাকে ধরা দিবেই।

১০০ নম্বরের মধ্যে ৬৫ এর উপরে পেলে ভাইবার ডাক পাবেন। তবে ৭০ এর উপরে পেলে আপনি গ্লোবাল ইসলামী ব্যাংকের এর এর একজন সদস্য হবেন বলে আশা করছি।


إرسال تعليق (0)
أحدث أقدم