পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪: শূণ্যপদের সংখ্যা ৬৭০টি

সম্প্রতি পেট্রোবাংলা ও এর অধীনে থাকা ১৩ টি কোম্পানির সমন্বিত সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা ৬৭০। 



এই সার্কুলার নিয়ে সংক্ষেপে কিছু জিনিস তুলে ধরছিঃ 
এই সার্কুলার ২০২৪ সালে প্রকাশিত প্রথম মেগা সার্কুলার । এটাই পেট্রোবাংলার প্রথম সমন্বিত সার্কুলার যা এখন থেকে প্রতি বছর প্রকাশিত হবে। 
আবেদন শুরু: ১৯ মার্চ, ২০২৪, আবেদনের শেষ তারিখ: ১৮ এপ্রিল, ২০২৪।

Read more: Social Islami Bank PO viva preparation

https://jobpreparation2023.blogspot.com/2024/03/social-islami-bank-po-viva-preparation.html

পেট্রোবাংলায় আবেদন করতে মাস্টার্সের প্রয়োজন নেই, ৪ বছর মেয়াদী অনার্সই যথেষ্ট। তবে ৩ বছর মেয়াদী পাশ কোর্স থাকলে মাস্টার্স লাগবে।

একজন ক্যান্ডিডেট শুধু ১টি পোস্টে এপ্লাই করতে পারবে, ৯ম অথবা ১০ম। টেকনিক্যাল এবং জেনারেলের ক্ষেত্রেও তাই এক্সাম টেকার আইবিএ এবং বুয়েট । এডমিন, অর্থসহ জেনারেল পার্টের প্রশ্ন আইবিএ করবে, বুয়েট টেকনিক্যাল অংশ দেখবে।  মোট ১০০ নাম্বারের মধ্যে ৭৫ মার্কস থাকবে MCQ + লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা - ১৫  ও ভাইভা- ১০ ।  নেগেটিভ মার্কিং .২৫ অর্থাৎ, প্রতি ভুল উত্তরের জন্য .২৫ করে মার্ক কাটা যাবে।

পেট্রোবাংলায় এবার ১:২ অনুপাতে ৯ম, ১০ম গ্রেডের প্রতি ক্যাডারের জন্য ওয়েটিং লিস্ট থাকবে যা ১ বছর সংরক্ষণ করা হবে ।  ভাইভায় ১০ নম্বরের মধ্যে এটিচিউড- ৩, আবেদিত পদ সম্পর্কিত জ্ঞান- ৫, সাধারণ জ্ঞান- ২; 

পেট্রোবাংলার ৩,০০০+ কর্মকর্তার প্রতিষ্ঠান তিতাস এবার কম্বাইন্ড নিয়োগে অংশ নেয়নি, ২০২৫-এ শুধু তিতাসেরই ২৫০+ পদ যুক্ত হবে। ভাইভাতে সর্বনিম্ন ২ আর সর্বোচ্চ ৬ জনকে ডাকতে পারে । মার্কস সমান হলে সংখ্যা বাড়বে ।

Read more: 

Bank viva question

 https://jobpreparation2023.blogspot.com/2024/02/Bank%20viva%20unique%20question.html

পেট্রোবাংলায় পাশ মার্ক-৫০%, ভাইভাতে সর্বোচ্চ ৪,০০০-৪,৫০০ ডাকবে, তাই ৫০%-এ ভাইভা নিশ্চিত না,MCQ-তে ভালো মার্ক তুলতে হবে।  আবেদনের সময় সতর্কতার সাথে প্রতিষ্ঠানের পছন্দক্রম সিলেক্ট করতে হবে। আবেদন পর প্রতিষ্ঠানের পছন্দক্রম অপরিবর্তণীয়।

 


إرسال تعليق (0)
أحدث أقدم