ইসলামী ব্যাংক ভাইবা। Islami Bank Viva: Bank Viva : Bank Promotion Viva

ইসলামী ব্যাংকের প্রবেশনারী অফিসার ( Probationary Officer) (জেনারেল/ ক্যাশ)পদের যারা ভাইবা দিবেন, তারা অবশ্যই ভালো করে জেনে যাবেন

পূর্ণাঙ্গ  সালাম (আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু) দিয়ে প্রবেশ করবেন। কেমন আছেন জিজ্ঞাসা বললে, আলহামদুলিল্লাহ বলে উত্তর দিবেন। কথার প্রসঙ্গে সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ এসব বলার চেষ্টা করবেন। ভাইবা বোর্ডে স্যারদের চোখে চোখ করে হাসিখুশি চেহারা নিয়ে অবশ্যই উত্তর দিবেন। কিছু না পারলে, সরি স্যার বলবেন, এবং বলবেন ইনশাআল্লাহ পরে জেনে নিবো স্যার। যথাসম্ভব জড়তা ও আঞ্চলিকতা পরিহার করবেন। মনে রাখবেন ভাইবায় ১ মার্ক বেশি পাওয়া মানে আপনাকে ৫০/১০০ জন এগিয়ে রাখবে। তাই এখানে পাশাপাশি  আপনাকে স্মার্টনেসও ধরে রাখতে হবে।

এর সাথে আপনার সাবজেক্ট সম্পর্কে বেসিক জ্ঞান, বিভিন্ন ব্যাংকিং টার্ম,  কল মানি, মার্কেট মানি, স্টোক মার্কেট, বাজেটের আকার, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, জিডিপি, ব্যাংক রেট, রিপো রেট, রিভার্স রিপো রেট, বর্তমান দেশের টপ ও গ্লোবাল ইস্যুসমূহ, ইসলামী ব্যাংকের বিভিন্ন প্রোডাক্টসহ এমডি ও চেয়ারম্যান স্যারের নাম নোট করে ফেলুন। পাশাপাশি জেনে নিন: মুদারাবা, মুশারাকা, সাহেব আল মাল, মুদারিব, বাই মুরাবাহা, এমপিআই, ইত্যাদি শরীআহ্ ব্যাংকিং টার্ম সম্পর্কে।

সাথে নিম্মোক্ত সব এমসিকিউ ২/৩ বার পড়ে যান। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।


১)প্রশ্নঃ পবিত্র কুরআনুল কারীমে কতটি সূরা আছে?

উত্তরঃ ১১৪টি।

২) প্রশ্নঃ পবিত্র কুরআনের প্রথম সূরার নাম কি?

উত্তরঃ সূরা ফাতিহা।

৩) প্রশ্নঃ পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম কি?

উত্তরঃ সূরা বাকারা।

৪) প্রশ্নঃ পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি?

উত্তরঃ সূরা কাওছার।

৫) প্রশ্নঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি কোন সূরায়?

উত্তরঃ সূরা বাক্বারার ২৮২ নং আয়াত।

৬) প্রশ্নঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফযীলতপূর্ণ আয়াত কোনটি?

উত্তরঃ আয়াতুল কুরসী। (সূরা বাক্বারা ২৫৫ নং আয়াত।

৭) প্রশ্নঃ ফরয নামাযান্তে কোন আয়াতটি পাঠ করলে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাধা থাকে না?

উত্তরঃ আয়াতুল কুরসী।

৮) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন্‌ সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে?

উত্তরঃ সূরা মুলক। (৬৭নং সূরা)

৯) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান?

উত্তরঃ সূরা ইখলাছ। (১১২ নং সূরা)

১০) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে?

উত্তরঃ সূরা ইখলাছ।

১১) প্রশ্নঃ কোন সূরাটি পবিত্র কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?

উত্তরঃ সূরা কাফেরূন। (১০৯ নং সূরা)

১২) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব?

উত্তরঃ সূরা কাহাফ (১৮ নং সূরা))

১৩) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?

উত্তরঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত। (১৮ নং সূরা))

১৪) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর দিন ফজরের নামাযে তেলাওয়াত করা সুন্নাত?

উত্তরঃ সূরা সাজদা ও দাহার।

১৫) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর নামাযে তেলাওয়াত করা সুন্নাত?

উত্তরঃ সূরা আ’লা ও গাশিয়া।

১৬) প্রশ্নঃ পবিত্র কুরআন কত বছরে নাযিল হয়?

উত্তরঃ তেইশ বছরে।

১৭) প্রশ্নঃ সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন?

উত্তরঃ আবু বকর (রাঃ)।

১৮) প্রশ্নঃ কোন সাহাবীকে কুরআন একত্রিত করার দায়িত্ব দেয়া হয়েছিল?

উত্তরঃ যায়েদ বিন ছাবেত (রাঃ)কে।

১৯) প্রশ্নঃ কার পরামর্শে এই কুরআন একত্রিত করণের কাজ শুরু হয়?

উত্তরঃ ওমর বিন খাত্তাব (রাঃ)

২০) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর নামাযে তেলাওয়াত করা সুন্নাত?

উত্তরঃ সূরা আ’লা ও গাশিয়া।

২১) প্রশ্নঃ পবিত্র কুরআন কত বছরে নাযিল হয়?

উত্তরঃ তেইশ বছরে।

২২) প্রশ্নঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গরূপে নাযিল হয়?

উত্তরঃ সূরা ফাতিহা।

২৩) প্রশ্নঃ পবিত্র কুরআন প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল?

উত্তরঃ ছাহাবায়ে কেরামের স্মৃতিতে, লিখিত অবস্থায় চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে।

২৪) প্রশ্নঃ সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন?

উত্তরঃ আবু বকর (রাঃ)।

২৫)  প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার ‘দুনিয়া’ শব্দটি এসেছে?

উত্তরঃ ১১৫ বার।

২৬) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার ‘আখেরাত’ শব্দটি এসেছে?

উত্তরঃ ১১৫ বার।

২৭) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় ‘মীম’ অক্ষরটি নেই?

উত্তরঃ সূরা কাওছার।

২৮) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় ك ‘কাফ’ অক্ষরটি নেই?

উত্তরঃ সূরা কুরায়শ, ফালাক ও আছর।

২৯) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় দুবার বিসমিল্লাহির রহমানির রাহীম রয়েছে?

উত্তরঃ সূরা নামল। (২৭ নং সূরা)

৩০) প্রশ্নঃ কুরআনের কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই?

উত্তরঃ সূরা তাওবা। (৯নং সূরা)

إرسال تعليق (0)
أحدث أقدم